মানিক কুমার দাসঃ
বাংলাদেশ জামায়েত ইসলামী যুব বিভাগ ফরিদপুর পৌরসভার উদ্যোগ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে ফরিদপুর পৌরসভা জামায়াত ইসলামের যুব বিভাগের সভাপতি মোসাদ্দেক আহমেদের সভাপতিত্বে ফরিদপুরের চকবাজারস্থ জামায়েত ইসলামের দলীয় কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা আমির মাওলানা মোঃ বদরউদ্দিন, পৌরসভা যুব কমিটির সভাপতি মিজানুর রহমান, পৌরভার আমির এহসানুল মাহবুব রুবেল, কেন্দ্রীয় সূরা সদস্য শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি রেজাউল ইসলাম শামীম, মাওলানা মনিরুজ্জামান প্রমুখ ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন ” পবিত্র রমজানের এক মাস ব্যাপী প্রশিক্ষণ, নামাজ, রোজা ও সংযমকে কাজে লাগিয়ে বাকি ১১ মাস আমাদেরকে সঠিক পথে চলতে হবে। বক্তারা বলেন নামাজ মানুষকে অশ্লীলতা ও পাপ কাছ থেকে বিরত রাখে।
সারাদিন রোজার শিক্ষা কে কাজে লাগিয়ে তা আমাদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে হবে। কুরআন অর্থসহ বুঝে পড়তে হবে এবং কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। কুরআন ও সুন্নার আলোক জীবন পরিচালনা করলে ইহকাল ও পরকাল জীবনে সফলকাম হওয়া যাবে। ভবিষ্যতে যুব সমাজকে নেতৃত্বে এগিয়ে আসতে হবে এবং তাদেরকে কুরআন ও সুন্নাহ অনুযায়ী চলে নিজের জীবন গঠন করতে হবে। কুরআনের শিক্ষা কে কাজে লাগিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে পরিবর্তন করা সম্ভব।আগামী বাংলাদেশ কোরআনের আলোকে একদিন পরিচালিত হবে ইনশাল্লাহ।
অনুষ্ঠানের পরবর্তী পর মুসলিম উম্মার শান্তি কামনায় এবং দেশ ও জনগণের কল্যাণ কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রিন্ট