সাইফুল ইসলামঃ
নাটোরের বাগাতিপাড়ায় ১ কেজি ৪শ গ্রাম গাঁজাসহ আজম আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল। বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার বিদ্যুৎনগর বাজার থেকে ওই গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আজম আলী পাশ্ববর্তী নাটোর সদর উপজেলার কাঠালবাড়িয়া মোল্লাপাড়া এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে। শুক্রবার (৭ মার্চ) র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছেন, র্যাব-৫ রাজশাহীর সার্কেল অ্যাডজুট্যন্ট কামরুজ্জামান চৌধুরী।
প্রেস বিজ্ঞপ্তিতে সার্কেল অ্যাডজুট্যন্ট কামরুজ্জামান চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের চন্দ্রখৈর বিদ্যুৎনগর বাজার এলাকায় আজম আলী নামে এক মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য গাঁজা বিক্রির উদ্দ্যেশে ওই বাজারে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে ঐ দিন রাত ১১টার দিয়ে ওই বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৪শ গ্রাম গাঁজাসহ আজম আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
আজমকে গ্রেপ্তারের সময় তার কাছে থেকে একটি মোটর সাইকেল, একটি বাটন মোবাইল ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। র্যাবের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, শুক্রবার গ্রেপ্তারকৃত আজম আলীর বিরুদ্ধে বাগাতিপাড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে মাদক ব্যবসায়ী আজম আলীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রিন্ট