রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় কঠোর লকডাউনের সরকারী বিধিনিষেধ অমান্য করার দায়ে ৯ জনকে ৪ হাজার ১শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। কঠোর লকডাউনের দ্বাদশতম দিন সোমবার ১২ জুলাই এ অর্থদন্ড আদায় করেন ভ্রাম্যমান আদালত।
জানা যায়, সোমবার দিনভর পাংশা শহর এবং উপজেলার বিভিন্ন হাটবাজার এলাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনের সরকারী বিধিনিষেধ বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। পাংশার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন।
এসময় সরকারী বিধিনিষেধ অমান্য করার দায়ে ৯ জনকে ৪ হাজার ১শত টাকা জরিমানা এবং কয়েকজনকে সতর্ক করা হয়।
পাংশা মডেল থানার এসআই হিরু বড়ুয়াসহ পুলিশের একটিদল এবং উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার মকলেসুর রহমানসহ অন্যান্যরা ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন। অভিযান পরিচালনাকালে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্য সচেতনতার গুরুত্বারোপ করেন কর্মকর্তারা।
উল্লেখ্য, দাপ্তরিক কাজের পাশাপাশি করোনার শুরু থেকেই সরকারী বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছেন পাংশার এ্যাসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন।
প্রিন্ট