ঢাকা , বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গোপালগঞ্জে সড়কের মরা গাছ এখন মরণ ফাঁদ Logo দিনাজপুরে ৬০০ পিচ ইয়াবা সহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার Logo বাঘায় বিদুৎস্পর্শে এক নারীর মৃত্যু ! Logo কুষ্টিয়ায় সন্তান হত্যার হুমকি দিয়ে ভাবিকে ধর্ষণ, কারাগারে দেবর Logo ভেড়ামারায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার Logo যশোরে ভালো কাজে পুরস্কৃত হলেন পুলিশ সদস্য সোহেল রানা Logo নলছিটিতে মা-ছেলের ইসলাম ধর্ম গ্রহণ Logo ওরছে হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ রহঃ ও শোহাদায়ে কারবালা স্মরণে মিলাদ মাহফিল Logo মহম্মদপুরে পেঁয়াজ সংরক্ষণে জন্য কৃষকদের মাঝে এয়ার-ফ্লো মেশিন বিতরণ Logo বালিয়াকান্দিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

শোক সংবাদ

বোয়ালখালীর চরণদ্বীপের ভালো বাসার এক পল্লী চিকিৎসকের বিদায়

আকাশ যেন নক্ষত্রহীন হয়ে গেলো! গাঁয়ের পথ ধরে আর হাঁটবেন না তিনি। কাঁধে ঝোলানো ওষুধের ব্যাগ আর মোটরবাইক নিয়ে হাসিমুখে ছুটে যাবেন না কোরো ডাকে। গভীর রাতে দরজায় কড়া নাড়লে বিরক্ত না হয়ে সান্ত্বনা মিশ্রিত কণ্ঠে আর বলবেন না‘ কোথায় রোগী? চিন্তা করো না, আমি দেখছি!’ রাতের আঁধারে যখন কারও জ্বর আসে, শিশু কাঁদতে থাকে, বৃদ্ধের কাশির পিনিক থামতে চায় না তখন অন্ধকার চিরে যে আলো এসে দাঁড়াতো, প্রকৃত সেবক, মানবতার ফেরিওয়ালা সেই এলাকায় আলো আজ নিভে গেছে চিরতরে!

 

ডা. তাজু আর নেই; গত ২ মার্চ ২০২৫ রবিবার এলাকাবাসীকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে! এই মানুষটিকে হারিয়ে যেন এই কথাটা বিশ্বাস করতে আর মনকে বোঝাতে অনেক কষ্ট হচ্ছে। তিনি ছিলেন আমাদের গাও গ্রামের প্রাণ ব্যথার মাঝেও শান্তির নাম, অসুখের মাঝেও নির্ভরতার প্রতীক গ্রামের প্রত্যেকটি ঘরের কেউ না কেউ তাঁর ছোঁয়া পেয়েছে কখনো চিকিৎসার, কখনো সান্ত্বনার, কখনো বা ভালোবাসার, এই মানুষটার জীবনে ছিলো না কোনো ক্লান্তি, ছিলো না বিরক্তি, ফোন করে কেউ বলল ডাক্তার সাহেব, একটু দেখতে আসবেন তখনই শত ব্যস্ততা বা বিশ্রাম ভুলে ছুটে গেছেন সে ডাক দেয়া রোগীর পাশে ।

 

কিন্তু আজ তিনি চলে গেলেন! রেখে গেলেন অসংখ্য মানুষের ভালোবাসা, কৃতজ্ঞতা আর হাহাকার! তিনি ছিলেন এলাকার সবার জন্য চিকিৎসা জগতের এক অলিখিত অভিভাবক। অথচ আজ সবাই অভিভাবকহীন হয়ে গেলেন! জীবনের নিষ্ঠুর জগত থেকে সবার সাথে সত্য এমন মানুষরাও একদিন চলে যেতে হবে । বোয়াল খালী উপজেলার চরন্দ্বীপ গ্রামের হাজীপাড়া সৈয়দ ঈদুল হাজী জামে মসজিদ কমপ্লেক্সের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও চরনদ্বীপ ইউ সি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মরহুম হাজী ডাঃ তাজুল ইসলাম (৪৪)।

 

মৃত্যকালে স্ত্রী, এক ছেলে এক মেয়ে সহ অনেক গুণগ্রাহী রেখে যান। মরহুম হাজী ডাঃ তাজুল ইসলাম ১৯ ৯৭ সালে কৃতিত্বর সাথে চরনদ্বীপ ইউ সি উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তীতে ডিপ্লোমা করে পল্লী চিকিৎসক কোর্স শেষ করে এলাকায় সুনামের সাথে চিকিৎসা পেশায় নিজেকে আত্ব নিয়োগ করেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে সড়কের মরা গাছ এখন মরণ ফাঁদ

error: Content is protected !!

শোক সংবাদ

বোয়ালখালীর চরণদ্বীপের ভালো বাসার এক পল্লী চিকিৎসকের বিদায়

আপডেট টাইম : ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
সাবের আহমেদ রিজভী, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

আকাশ যেন নক্ষত্রহীন হয়ে গেলো! গাঁয়ের পথ ধরে আর হাঁটবেন না তিনি। কাঁধে ঝোলানো ওষুধের ব্যাগ আর মোটরবাইক নিয়ে হাসিমুখে ছুটে যাবেন না কোরো ডাকে। গভীর রাতে দরজায় কড়া নাড়লে বিরক্ত না হয়ে সান্ত্বনা মিশ্রিত কণ্ঠে আর বলবেন না‘ কোথায় রোগী? চিন্তা করো না, আমি দেখছি!’ রাতের আঁধারে যখন কারও জ্বর আসে, শিশু কাঁদতে থাকে, বৃদ্ধের কাশির পিনিক থামতে চায় না তখন অন্ধকার চিরে যে আলো এসে দাঁড়াতো, প্রকৃত সেবক, মানবতার ফেরিওয়ালা সেই এলাকায় আলো আজ নিভে গেছে চিরতরে!

 

ডা. তাজু আর নেই; গত ২ মার্চ ২০২৫ রবিবার এলাকাবাসীকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে! এই মানুষটিকে হারিয়ে যেন এই কথাটা বিশ্বাস করতে আর মনকে বোঝাতে অনেক কষ্ট হচ্ছে। তিনি ছিলেন আমাদের গাও গ্রামের প্রাণ ব্যথার মাঝেও শান্তির নাম, অসুখের মাঝেও নির্ভরতার প্রতীক গ্রামের প্রত্যেকটি ঘরের কেউ না কেউ তাঁর ছোঁয়া পেয়েছে কখনো চিকিৎসার, কখনো সান্ত্বনার, কখনো বা ভালোবাসার, এই মানুষটার জীবনে ছিলো না কোনো ক্লান্তি, ছিলো না বিরক্তি, ফোন করে কেউ বলল ডাক্তার সাহেব, একটু দেখতে আসবেন তখনই শত ব্যস্ততা বা বিশ্রাম ভুলে ছুটে গেছেন সে ডাক দেয়া রোগীর পাশে ।

 

কিন্তু আজ তিনি চলে গেলেন! রেখে গেলেন অসংখ্য মানুষের ভালোবাসা, কৃতজ্ঞতা আর হাহাকার! তিনি ছিলেন এলাকার সবার জন্য চিকিৎসা জগতের এক অলিখিত অভিভাবক। অথচ আজ সবাই অভিভাবকহীন হয়ে গেলেন! জীবনের নিষ্ঠুর জগত থেকে সবার সাথে সত্য এমন মানুষরাও একদিন চলে যেতে হবে । বোয়াল খালী উপজেলার চরন্দ্বীপ গ্রামের হাজীপাড়া সৈয়দ ঈদুল হাজী জামে মসজিদ কমপ্লেক্সের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও চরনদ্বীপ ইউ সি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মরহুম হাজী ডাঃ তাজুল ইসলাম (৪৪)।

 

মৃত্যকালে স্ত্রী, এক ছেলে এক মেয়ে সহ অনেক গুণগ্রাহী রেখে যান। মরহুম হাজী ডাঃ তাজুল ইসলাম ১৯ ৯৭ সালে কৃতিত্বর সাথে চরনদ্বীপ ইউ সি উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তীতে ডিপ্লোমা করে পল্লী চিকিৎসক কোর্স শেষ করে এলাকায় সুনামের সাথে চিকিৎসা পেশায় নিজেকে আত্ব নিয়োগ করেন।


প্রিন্ট