শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
“এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়” এই প্রতিপাদকে সামনে রেখে কুষ্টিয়া জেলার খোকসায় তারুণ্যের উৎসব-২০২৫ আইসিটি সংশ্লিষ্ট উদ্ভাবনী ধারণা উপস্থাপন বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার ভারপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন খানসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্র-ছাত্রীগণ। ছাত্র-ছাত্রীগণ উপস্থিত হয়ে বিভিন্ন গ্রুপের মাধ্যমে তাদের আইসিটি বিষয়ক উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।
প্রিন্ট