শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ১ জন উপজেলা প্রকৌশলী মোঃ আসাদ উল্লাহ কে বরন ও ৪ জন কে বিদায় দেওয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রকৌশলী অধিদপ্তর এর বিগত দিনে দায়িত্ব পালনকৃত ৪জন উপজেলা প্রকৌশলী উপজেলা থেকে বদলি হলেও আনুষ্ঠানিকভাবে কাউকে বিদায় দেওয়া করা হয়নি । গত রবিবারে নব যোগদান কৃত উপজেলা প্রকৌশলী মোঃ আসাদ উল্লাহ যোগদান করার পর তিনি বিষয়টি জানতে পেরে ৪জন উপজেলা প্রকৌশলীকে বিদায়ের উদ্যোগ নেন, এরই অংশ হিসাবে বুধবার তিনি ও তার অফিস স্টাফ সবাই মিলে ৪জন উপজেলা প্রকৌশলীকে বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী সিনিয়র সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম। সভাপতিত্ব করেন নব যোগদান কৃত উপজেলা প্রকৌশলী মোঃ আসাদ উল্লাহ। ওপর তিনজন বিদায়ী উপজেলা প্রকৌশল এর মধ্যে রয়েছেন প্রকৌশলী আব্দুস সামাদ, প্রকৌশলী মোঃ আরিফ উদৌলা, প্রকৌশলী আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেন, হিসাব রক্ষক আব্দুল মতিন, কার্যসহকারী সৈয়দ আব্দুল আউয়াল প্রমুখ।
প্রধান অতিথি বিদায়ী সিনিয়র সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন আজকে বিদায়ের দিন হলেও সত্যিই একটি আনন্দের দিন। আজ আরো আনন্দ লাগছে যে আমরা কখনো আশা করতে পারিনি এভাবে আমাদের আনন্দঘন পরিবেশে বিদায় জানাবেন হবে, নব যোগদান কৃত উপজেলা প্রকৌশলী মোঃ আসাদ উল্লাহ,একটি মহৎ উদ্যোগ নিয়েছেন আমরা তাকে সাধুবাদ জানাই। আর এই মহৎ উদ্যোগের জন্যই আমরা আজ পাঁচ জন পাঁচটি উপজেলার কর্মকর্তা এখানে হাজির হতে পেরেছি, আমি এই জন্যে নব যোগদান কৃতো উপজেলা প্রকৌশলী আসাদ উল্লাহ কে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে সভাপতির আসাদ উল্লাহ জানান আমি যোগদানের পরে দেখি যে বিগত ৪জন উপজেলা প্রকৌশলী এই উপজেলায় কাজ করে বদলি হয়ে চলে গেছেন কিন্তু তাদের কোন বিদায় অনুষ্ঠান করা হয়নি তাই আমি আমার অফিসের স্টাফের সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেই ৪জনকে একসঙ্গে বিদায় জানাবো। এই বিষয়ে অনুধাবন করে আমি সব উপজেলা ইঞ্জিনিয়ার এর সঙ্গে কথা বলে এবং তাদের আজকে একসঙ্গে করে বিদায় জানাচ্ছি সত্যি আমার এটা ভালো লাগছে যে আমি এমন একটি কাজ করতে পেরেছি। আমার অফিস স্টাফ এ বিষয়ে সার্বিক সহযোগিতা করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অফিসের বিভিন্ন পদে দায়িত্ব থাকা স্টাফগন। অনুষ্ঠানের শুরুতে নব যোগদান কৃত উপজেলা প্রকৌশলী আসাদ উল্লাহ কে ফুল ও কেস্ট দিয়ে শুভেচ্ছা জানান অফিস স্টাফ। পরে বিদায়ী সকল উপজেলা প্রকৌশলীদের কে ফুলের শুভেচ্ছা ও কেস্ট দিয়ে বিদায় জানানো হয়।
প্রিন্ট