ঢাকা , মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মঙ্গলকোটে মঙ্গলচণ্ডী পুজোয় পুলিশের জলছত্র Logo কুড়ানো আলুই ওদের সারা বছরের খাবার ! Logo সংকট উত্তরণে এখনই অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেইঃ -নার্গিস বেগম Logo ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্যারাসিটামল ,কলেরা স্যালাইন ও এক্সরে ফিল্ম নেই Logo দৌলতপুরে জামায়াতের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ Logo মধুখালীতে শয়তানের নিঃশ্বাস পার্টি চক্রের দুই সদস্য আটক Logo রায়পুরায় তিন সন্তানের জননীকে ধর্ষণের পর প্রাণনাশের হুমকির অভিযোগ Logo ১৬ বছর বিএনপি সরকার বিরোধী আন্দোলনের বীজ বপন করেছে বিধায় হাসিনার পতন হয়েছেঃ-মাহবুবের রহমান শামীম Logo লালপুরে জামাতের ইফতার মাহফিল Logo সুদৃঢ় ঐক্যের মাধ্যেম সকল ষড়যন্ত্র মুছতে হবেঃ -হারুন অর রশীদ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

বোয়ালমারীতে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

নিজস্ব প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় ও তাদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংগঠনটির পৌর শাখার উদ্যোগে এ মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ মতবিনিময় ও ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।

প্রধান অতিথি প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা তার বক্তব্যে বলেন, আল্লাহর আইনে কোন প্রকার বৈষম্য নেই। আমরা বৈষম্য দূর করার জন্য, শোষণমুক্ত সমাজ গড়ার জন্য আমরা যে চেষ্টা করলাম, এত রক্ত দিলাম, কিন্তু আমাদের প্রত্যাশা- প্রত্যাশাই থেকে গেছে।

তিনি বলেন, আমরা চাই ধর্ম-বর্ণ নির্বিশেষে একটা পরিবার গঠন করবো, যে পরিবারের সবাই সমান নাগরিক অধিকার নিয়ে থাকবে। আমরা মসজিদে যেমন শান্তিতে নামাজ পড়ি, তেমনি আমার হিন্দু ভাইয়েরা মন্দিরে শান্তিতে পূজা করবে। কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে। এ রকম একটা সমাজ আমরা গড়ে তুলতে চাই। যেখানে রাতের বেলা মেয়েরা এক জায়গা থেকে আরেক বাসে নিশ্চিন্তে যেতে পারবে। আমাদের এখনকার অবস্থা আছে ছেলেরাই যেতে পারবে না, মেয়েরাতো দূরের কথা।

তিনি আরো বলেন, ১৯৪৭ থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যারা ছিলেন ক্ষমতার বিভিন্ন পর্যায়ে, আমরা দেখেছি রাষ্ট্রীয় সম্পদকে তারা নিজেদের সম্পদ মনে করে বিদেশে পাচার করেছে। কেবল গেছে যে সরকার, সে সরকারই করেছে বিষয়টা এ রকম নয়। ১৯৪৭ সাল থেকে আমাদের স্টাডিটা এরকম যে, সবাই ক্ষমতায় যেয়ে কথা রক্ষা করতে পারেননি। প্রত্যেকটা রাজনীতিবিদ খারাপ ছিলেন, প্রত্যেকটা অফিসার খারাপ ছিলেন কিংবা আছেন-এটা আমি বলছি না। তবে অধিকাংশই খারাপ।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতের নাম বা পরিচয় দিয়ে কেউ অপকর্ম করলে ধরিয়ে দেবেন। আমরা কালো টাকার রাজনীতি করতে চাই না, কালো টাকা আমরা ঘৃণা করি। টাকা দিয়ে কাউকে ভোট কিনতে দেবো না। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে মেয়েদের ঘর থেকে বের হতে দেব না, এমন অপপ্রচার চালানো হচ্ছে। এটা সঠিক নয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী বোয়ালমারী উপজেলা শাখার আমীর মাও: মো. শহিদুল ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বোয়ালমারী পৌর শাখার আমীর মাও: সৈয়দ নিয়ামুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হা: মাও: সৈয়দ সাজ্জাদ আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আ. ছালাম, মো. আবু নাসের, হাফেজ বেলাল হোসাইন প্রমুখ।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মঙ্গলকোটে মঙ্গলচণ্ডী পুজোয় পুলিশের জলছত্র

error: Content is protected !!

বোয়ালমারীতে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

আপডেট টাইম : ০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
নিজস্ব প্রতিনিধি :

নিজস্ব প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় ও তাদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংগঠনটির পৌর শাখার উদ্যোগে এ মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ মতবিনিময় ও ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।

প্রধান অতিথি প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা তার বক্তব্যে বলেন, আল্লাহর আইনে কোন প্রকার বৈষম্য নেই। আমরা বৈষম্য দূর করার জন্য, শোষণমুক্ত সমাজ গড়ার জন্য আমরা যে চেষ্টা করলাম, এত রক্ত দিলাম, কিন্তু আমাদের প্রত্যাশা- প্রত্যাশাই থেকে গেছে।

তিনি বলেন, আমরা চাই ধর্ম-বর্ণ নির্বিশেষে একটা পরিবার গঠন করবো, যে পরিবারের সবাই সমান নাগরিক অধিকার নিয়ে থাকবে। আমরা মসজিদে যেমন শান্তিতে নামাজ পড়ি, তেমনি আমার হিন্দু ভাইয়েরা মন্দিরে শান্তিতে পূজা করবে। কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে। এ রকম একটা সমাজ আমরা গড়ে তুলতে চাই। যেখানে রাতের বেলা মেয়েরা এক জায়গা থেকে আরেক বাসে নিশ্চিন্তে যেতে পারবে। আমাদের এখনকার অবস্থা আছে ছেলেরাই যেতে পারবে না, মেয়েরাতো দূরের কথা।

তিনি আরো বলেন, ১৯৪৭ থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যারা ছিলেন ক্ষমতার বিভিন্ন পর্যায়ে, আমরা দেখেছি রাষ্ট্রীয় সম্পদকে তারা নিজেদের সম্পদ মনে করে বিদেশে পাচার করেছে। কেবল গেছে যে সরকার, সে সরকারই করেছে বিষয়টা এ রকম নয়। ১৯৪৭ সাল থেকে আমাদের স্টাডিটা এরকম যে, সবাই ক্ষমতায় যেয়ে কথা রক্ষা করতে পারেননি। প্রত্যেকটা রাজনীতিবিদ খারাপ ছিলেন, প্রত্যেকটা অফিসার খারাপ ছিলেন কিংবা আছেন-এটা আমি বলছি না। তবে অধিকাংশই খারাপ।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতের নাম বা পরিচয় দিয়ে কেউ অপকর্ম করলে ধরিয়ে দেবেন। আমরা কালো টাকার রাজনীতি করতে চাই না, কালো টাকা আমরা ঘৃণা করি। টাকা দিয়ে কাউকে ভোট কিনতে দেবো না। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে মেয়েদের ঘর থেকে বের হতে দেব না, এমন অপপ্রচার চালানো হচ্ছে। এটা সঠিক নয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী বোয়ালমারী উপজেলা শাখার আমীর মাও: মো. শহিদুল ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বোয়ালমারী পৌর শাখার আমীর মাও: সৈয়দ নিয়ামুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হা: মাও: সৈয়দ সাজ্জাদ আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আ. ছালাম, মো. আবু নাসের, হাফেজ বেলাল হোসাইন প্রমুখ।


প্রিন্ট