রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে বাবার চলন্ত ট্রলির (ট্রাক্টর) ধাক্কায় প্রাণ হারিয়েছেন মুরসালিন (৩) নামে এক শিশু। সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মুরসালিনের বাবা পিন্টু পেশায় একজন ট্রলি (ট্রাক্টর) চালক। পিন্টু প্রতিদিনের মতো কাজ শেষে রাত ৮ টার দিকে ট্রলি (ট্রাক্টর) চালিয়ে বাড়িতে প্রবেশ করছিলেন।
এ সময় বাবার ট্রলির শব্দ শুনে ছুটে বেরিয়ে আসলে সেই ট্রলির চাকার সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন ছেলে মুরসালিন। তৎক্ষনাৎ পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ সময় হাসপাতলে বাবা পিন্টু আহাজারি করে বলছিলেন, আমি এক হতভাগা বাবা। আমার ট্রলির নিচে চাপা পড়ে আমার ছেলে মারা গেল। এ কষ্ট আমি কোনদিনও ভুলতে পারবো না।
মঙ্গলবার সকালে জানাজা শেষে শিশুটিকে কাজীপাড়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। শিশু মুরসালিনের এমন মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হক বলেন, কোন অভিযোগ না থাকায় শিশুটিকে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রিন্ট