মোঃ জিয়াউর রহমানঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার উপজেলা চত্বরে ইটভাটা মালিক সমিতি দৌলতপুর শাখার উদ্যোগে ইটভাটায় মোবাইল কোর্ট জরিমানা ভাঙচুর বন্ধের প্রতিবাদে ভাটা চালু রাখার দাবীতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে।
আজ ৪ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে দৌলতপুরের প্রায় ৩০টি ছোট বড় ইটভাটার মালিক, শ্রমিক কর্মচারী সহস্রাধিক শ্রমিক বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সামনে সমবেত হয়।
এ সময় শ্রমিকদের বিভিন্ন নেতারা ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগান দিতে থাকে। তারা জানায়, “২০১৩ সালের শেখ হাসিনার আইন বাতিল করতে হবে, কুষ্টিয়ার ১০ হাজার ইটভাটা বন্ধ হলে ৫০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে, সরকারি বেসরকারি কাজে উন্নয়ন বন্ধ হয়ে যাবে, ভাটা বন্ধ করার আগে ক্ষতিপূরণ দিতে হবে।”
এরকম বিভিন্ন স্লোগানে তারা বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারকে তাদের স্মারকলিপি প্রদান করা হয়। শ্রমিকরা জানান, ইটভাটা বন্ধ করলে সারা দেশে প্রায় দেড় কোটি মানুষ বেকার হয়ে পড়বে।
মামুন, মোহন, আশরাফুল সহ অনেক শ্রমিক তারা জানান, “আমরা প্রায় ২০-২৫ বছর যাবত ইটভাটায় কাজ করে জীবিকা নির্বাহ করি, ইটভাটা বন্ধ হলে আমরা বেকার হয়ে পড়বো, আমাদের সন্তান নিয়ে পরিবার নিয়ে চরম বিপাকে পড়তে হবে, কাজেই ইটভাটা চালুর দাবি জানাচ্ছি।”
নাম প্রকাশে অনিচ্ছুক ইটভাটা মালিক জানান, “২০১৩ সালের আইন অনুযায়ী ইটভাটা বন্ধ হতে যাচ্ছে, অথচ আমরা এ বছর ইটভাটা চালু করেছি, হঠাৎ এখন বন্ধ হয়ে গেলে আমাদের চরম ক্ষতির মধ্যে পড়তে হবে, পরিবেশবিদরা আমাদের ছাড়পত্র দিচ্ছে না, ডিসি সাহেব লাইসেন্স দিচ্ছে না, অথচ আমরা নিয়মিত ভ্যাট ও ট্যাক্স প্রদান করে আসছি।”
এছাড়া উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে ১৬ ডিসেম্বর, ২১ শে ফেব্রুয়ারি, ২৬ শে মার্চ সহ বিভিন্ন অনুষ্ঠানে আমাদের উপজেলা থেকে একটি চাঁদার দাবি করে আসে, যা আমরা নিয়মিত প্রদান করে থাকি, অথচ আমাদের উপর চরম নির্বিচার করা হচ্ছে। আমরা এর ঘোর প্রতিবাদ জানাচ্ছি।
দৌলতপুরে ২০২৪-২৫ মৌসুমে ইটভাটায় ভ্রাম্যমান আদালত ও ভাটা বন্ধ না করার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে দৌলতপুর ইট প্রস্তুতকারী মালিক সমিতি। মঙ্গলবার সকালে দৌলতপুর উপজেলা কর্মকর্তার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপজেলার সকল ইটভাটার মালিক ও শ্রমিকরা অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. ফজলুল রহমান, সাধারণ সম্পাদক মোঃ বসির উদ্দিন বিশ্বাস, ভাটা মালিক নূরুল ইসলাম, ইয়াসিন শাহ্, শহিদুল ইসলাম ওলি, মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা। বক্তারা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স নিয়ে ইটভাটা পরিচালনা করে আসছি। কিন্তু ২০১৩ ও ২০১৯ সালে বিগত সরকার কালো আইন করে, আমরা এই কালো আইন বাতিলের দাবি জানাচ্ছি।”
বর্তমানে আমরা নিয়মমাফিক সকল কাগজপত্র জমা দিলেও লাইসেন্স দেয়া হচ্ছে না। এ পরিস্থিতিতে ভাটার মালিকদের ক্ষতি ও শ্রমিকদের কর্মসংস্থানের কথা চিন্তা করে চলতি মৌসুমে সকল ইটভাটা বন্ধ না করে আগামী কয়েক মাস সময় দিয়ে ভাটা পরিচালনার সুযোগ দেয়ার দাবি জানান তারা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা কর্মকর্তার কার্যালয়ের সামনে সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকীর নিকট স্মারকলিপি প্রদান করেন ইটভাটার মালিকগণ।
প্রিন্ট