ঢাকা , শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপি’র ৩১ দফা দাবিতে লিফলেট বিতরণ Logo কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ওয়ান শুটারগান উদ্ধার Logo লালপুরে ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন Logo মধুখালীতে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক কারবারী আটক,মাদক ধ্বংস Logo নাটোরে ১২ বছরের শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার Logo ফরিদপুরে মধুমতী চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে এক যাত্রী আহত Logo বেনাপোলের পুটখালী ইউনিয়ন বিএনপির কর্মী সভা Logo বর্ষা মৌসুমে নদী ভাঙনের তীব্রতা, নিঃশ্ব মধুমতি পাড়ের শতশত পরিবার Logo জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাৎ : সাবেক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে কৃষকের মামলা Logo গ্রাম আদালতের মাসিক জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

রাজশাহীতে মালেক খুনের ঘটনায় গ্রেফতার ৪, দুই দিনের রিমান্ডে

ফিরোজ আলমঃ

 

রাজশাহীতে ব্যাটারিচালিত একটি ভ্যানের জন্য চালককে খুন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। এবং ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

 

শুক্রবার দিবাগত রাতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলার মোহনপুর থানা-পুলিশ যৌথভাবে চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত চারজন আসামি রা হলেন-মোহনপুর উপজেলার তিলাহারী পূর্বপাড়া গ্রামের লায়েক আলীর ছেলে হাবিবুর রহমান ওরফে আরিফ (২৬), পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে শয়ন ইসলাম (২৮), রাজশাহী নগরীর বুলনপুর ঘোষপাড়ার দিপক সাহার ছেলে দেবর্শিষ সাহা (২২) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর বুধপাড়া গ্রামের সাম মোহাম্মদের ছেলে আনোয়ার হোসেন (৩০)।

 

ঘটনার বিবরণ সুত্রে জানাগেছে, মোহনপুর থানার পুলিশ গত ২৫ ফেব্রুয়ারি বড়াইল গ্রামের তেতুলতলা পুকুর থেকে একটি অর্ধগলিত লাশ উদ্ধার করে। পরবর্তীতে নিহত ব্যক্তি আব্দুল মালেক (৪২) বলে শনাক্ত হয়, যা তার স্ত্রী কাজলের সহায়তায় নিশ্চিত করা হয়। এ ঘটনায় ভিকটিম মৃত আব্দুল মালেকের স্ত্রী কাজল বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেন, মোহনপুর থানার মামলা নং ১৭। তারিখ ২৫-০২-০২৫ ইং। এ নিয়ে মোহনপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়। পরে খুনের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে পুলিশ।

 

মোহনপুর থানার মামলা’র তদন্তকারী অফিসার এস আই আতাউর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, গ্রেফতারকৃত আসামিদের তিন দিনের জন্য আদালতে রিমান্ড আবেদন করলে, সোমবার (৩ই মার্চ) মামলা নথি পর্যালোচনা করে শুনানি শেষে বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

 

মোহনপুর থানায় সরজমিনে গিয়ে অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান নিকট জানতে চাইলে তিনি জানান, গত ২১ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন ভ্যানচালক মালেক। ২১ ফেব্রুয়ারি রাতে আসামিরা কোমল পানীয়র সঙ্গে অতিরিক্ত ঘুমের ওষুধ খাইয়েছিল। তারপরও মালেকের ঘুম না এলে তারা তাকে শ্বাসরোধে হত্যা করে। এরপর তার ভ্যানটি নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। মূলত ওই ভ্যানের জন্যই খুন করা হয় মালেককে। অভিযানে অটোরিক্সা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের পর আসামিরা এই খুনের ঘটনা স্বীকার করেছে। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছে।

 

এ বিষয়ে রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি জানান, কালক্ষেপণ না করে দ্রুত অভিযানে নামে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ৪ আসামিকে গ্রেফতার করা হয়। এ ৪জন আসামী ছাড়াও এ হত্যাকাণ্ডর সাথে অন্য কোন আসামি জড়িত আছে কিনা তা জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।

 

গ্রেফতারকৃত আসামি গণের নিকট হতে ও লুন্ঠিত অটোরিক্সা, মোবাইল ও অটোরিক্সা বিক্রির ২৫,০০০/-হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে বলে জানান এ অতিরিক্ত পুলিশ সুপার।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপি’র ৩১ দফা দাবিতে লিফলেট বিতরণ

error: Content is protected !!

রাজশাহীতে মালেক খুনের ঘটনায় গ্রেফতার ৪, দুই দিনের রিমান্ডে

আপডেট টাইম : ০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি :

ফিরোজ আলমঃ

 

রাজশাহীতে ব্যাটারিচালিত একটি ভ্যানের জন্য চালককে খুন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। এবং ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

 

শুক্রবার দিবাগত রাতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলার মোহনপুর থানা-পুলিশ যৌথভাবে চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত চারজন আসামি রা হলেন-মোহনপুর উপজেলার তিলাহারী পূর্বপাড়া গ্রামের লায়েক আলীর ছেলে হাবিবুর রহমান ওরফে আরিফ (২৬), পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে শয়ন ইসলাম (২৮), রাজশাহী নগরীর বুলনপুর ঘোষপাড়ার দিপক সাহার ছেলে দেবর্শিষ সাহা (২২) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর বুধপাড়া গ্রামের সাম মোহাম্মদের ছেলে আনোয়ার হোসেন (৩০)।

 

ঘটনার বিবরণ সুত্রে জানাগেছে, মোহনপুর থানার পুলিশ গত ২৫ ফেব্রুয়ারি বড়াইল গ্রামের তেতুলতলা পুকুর থেকে একটি অর্ধগলিত লাশ উদ্ধার করে। পরবর্তীতে নিহত ব্যক্তি আব্দুল মালেক (৪২) বলে শনাক্ত হয়, যা তার স্ত্রী কাজলের সহায়তায় নিশ্চিত করা হয়। এ ঘটনায় ভিকটিম মৃত আব্দুল মালেকের স্ত্রী কাজল বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেন, মোহনপুর থানার মামলা নং ১৭। তারিখ ২৫-০২-০২৫ ইং। এ নিয়ে মোহনপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়। পরে খুনের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে পুলিশ।

 

মোহনপুর থানার মামলা’র তদন্তকারী অফিসার এস আই আতাউর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, গ্রেফতারকৃত আসামিদের তিন দিনের জন্য আদালতে রিমান্ড আবেদন করলে, সোমবার (৩ই মার্চ) মামলা নথি পর্যালোচনা করে শুনানি শেষে বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

 

মোহনপুর থানায় সরজমিনে গিয়ে অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান নিকট জানতে চাইলে তিনি জানান, গত ২১ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন ভ্যানচালক মালেক। ২১ ফেব্রুয়ারি রাতে আসামিরা কোমল পানীয়র সঙ্গে অতিরিক্ত ঘুমের ওষুধ খাইয়েছিল। তারপরও মালেকের ঘুম না এলে তারা তাকে শ্বাসরোধে হত্যা করে। এরপর তার ভ্যানটি নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। মূলত ওই ভ্যানের জন্যই খুন করা হয় মালেককে। অভিযানে অটোরিক্সা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের পর আসামিরা এই খুনের ঘটনা স্বীকার করেছে। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছে।

 

এ বিষয়ে রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি জানান, কালক্ষেপণ না করে দ্রুত অভিযানে নামে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ৪ আসামিকে গ্রেফতার করা হয়। এ ৪জন আসামী ছাড়াও এ হত্যাকাণ্ডর সাথে অন্য কোন আসামি জড়িত আছে কিনা তা জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।

 

গ্রেফতারকৃত আসামি গণের নিকট হতে ও লুন্ঠিত অটোরিক্সা, মোবাইল ও অটোরিক্সা বিক্রির ২৫,০০০/-হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে বলে জানান এ অতিরিক্ত পুলিশ সুপার।


প্রিন্ট