মোক্তার হোসেনঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী কর্তৃক সংগঠনের কার্যালয়ে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের পল্লবী দক্ষিণ থানার প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য এ.এস.এম. রহমত উল্লাহ’র উদ্যোগে মানবিক এ কর্মসূচিতে পাংশা উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ২হাজার ৪শ’ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী হিসেবে খেজুর উপহার প্রদান করা হয়।
রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারী মো. হারুন অর রশিদ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনের পর মাছপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মো. জাহিদুর রহমানের নেতৃত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সুলতান মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী ও এশিয়ান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামান, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, কলিমহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. জিয়াউর রহমান, কশবামাজাইল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. আজিজুর রহমান বকুল, উপজেলার বিভিন্ন ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পবিত্র মাহে রমজান উপলক্ষে পর্যায়ক্রমে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হবে বলে নেতৃবৃন্দ জানান।
প্রিন্ট