শামীম আহমেদঃ
২৮ ফেব্রুয়ারী ডিরেক্টর’স বাংলাদেশ এর নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় নিকেতন (গুলশান)-এর নিজ কার্যলয়ে। নব নির্বাচিত কমিটির সভাপতি শহিদুজ্জামানকে শপথ করান প্রধান নির্বাচন কমিশনার নরেশ ভূইয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই বারের নির্বাচিত বিদায়ী সভাপতি সালাউদ্দিন লাভলু।
সালাউদ্দিন লাভলু বর্তমান সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে বলেন – বর্তমান কমিটি তাদের যে কোন প্রয়োজনে ডাকলেই আমাকে পাবে। কারণ ডিরেক্টর’স গিল্ডকে মনে প্রাণে ভালোবাসি। আমি এই সংগঠনের সকল সদস্যের মঙ্গল কামনা করছি।
উল্লেখ্য গত ২২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয় ডিরেক্টর’স গিল্ড বাংলাদেশ এর নির্বাচন। এ নির্বাচনে এবার দু’ গ্রুপে নির্বাচন হয়েছে। একটি শহিদুজ্জামান সেলিম-ফরিদুল হাসান সমমনা ও সালাউদ্দিন লাভলু-সৈয়দ শাকিল সমমনা। দুই গ্রুপে নির্বাচনে অংশ গ্রহণ করেন মোট ৪২ জন প্রার্থী।
শহিদুজ্জামান সেলিম- ফরিদুল হাসান গ্রুপে ২১ সদস্যের মধ্যে জয়ী হোন সভাপতি সাধারণ সম্পাদক সহ ১৪ জন প্রার্থী। সালাউদ্দিন লাভলু-সৈয়দ শাকিল সমমনা থেকে জয় লাভ করেন ৭ জন প্রার্থী।
শহিদুজ্জামান সেলিম তার সমাপনী বক্তব্যে বলেন- এখানে আমরা যারা নির্বাচন করেছি তারা সবাই সংগঠনকে ভালোবাসি। জয়-পরাজয় মেনে নিয়ে আমরা সবাই এক সাথে কাজ করবো ইনশাআল্লাহ। সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। সভায় কার্যকরী সদস্য সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলো।
প্রিন্ট