মানিক কুমার দাসঃ
ফরিদপুরে বাংলাদেশ জাতীয় পার্টি(বিজেপি) এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটায় বাংলাদেশ জাতীয় পার্টি শাখার আয়োজনে স্থানীয় কবি জসীমউদ্দীন হলে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের দক্ষিণবঙ্গের সমন্বয় ইকরাম আলী’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি বিজেপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাতুব্বর, বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সৈয়দ রাকিবুল হোসেন, কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ফরিদপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ অভি সহ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন৷
এসময় বক্তারা বলেন, ” আমাদের নেতা জনাব আন্দালিব রহমান পার্থ একজন সুশিক্ষিত, দুর্নীতিমুক্ত মানুষ । আন্দালিব রহমান পার্থ এর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ জাতীয় পার্টি আজকের অবস্থানে এসেছে৷ ভবিষ্যতে আমাদের সবার ঐকান্তিক প্রচেষ্টায় এমন সময় আসবে যখন বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে বিজেপির কমিটি থাকবে৷
আগামী নির্বাচনে আন্দালিব রহমান পার্থ যাকেই দলের পক্ষে মনোনয়ন দিবেন তার পক্ষে দিনরাত কাজ করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার জন্য কাজ করতে হবে। বক্তারা বলেন দেশের দুটি প্রধান রাজনৈতিক দল শুধু নির্বাচনের সময় জনগণকে বুকে টেনে নেয়, কিন্তু পার্থ ভাই সব সময় জনগণের কথা ভাবেন৷ তাই আপনারা সবাই আমাদের পাশে থাকবেন।
আপনারা সবাই পাশে থাকলে সংগঠন শক্তিশালী হবে। ফরিদপুরবাসী এক থাকলে কোন স্বৈরাচারী শক্তি দেশের কোন ক্ষতি করতে পারবে না। অনুষ্ঠানে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের হাতকে শক্তিশালী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
প্রিন্ট