হানিফ উদ্দিন সাকিবঃ
নোয়াখালী জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় হাতিয়া উপজেলা ছাত্র প্রতিনিধিদের উদ্যোগে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল স্থানীয় এ এম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওসখালী মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম-মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পিতা মাওলানা আবদূল মালেক, উপজেলা ছাত্র প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, আবীর হোসাইন, ফাহাদ হোসাইন, মো. সোহেল প্রমূখ।
সমাবেশে আবদুল হান্নান মাসউদের পিতা আবদুল মালেক বলেন, আমার ছেলের যে স্বপ্ন চিন্তা চেতনা তার জন্মস্থান হাতিয়া উপজেলার জন্য সে স্বপ্ন যেন আল্লাহ তাকে বাস্তবায়নের সুযোগ করে দেন। তার স্বপ্ন বাস্তবায়নে তাকে আপনারা আগামী ভোটে জয়যুক্ত করবেন। তার জন্য দোয়া করবেন সে যেন সুস্বাস্থ্য নিয়ে আগামীতে হাতিয়াকে গড়তে পারে।
এ সময় হাতিয়া উপজেলা ছাত্র প্রতিনিধি ও সদস্যরা আজকে আত্মপ্রকাশ হওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামীতে নতুন এই দলের ছায়াতলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
প্রিন্ট