জসীমউদ্দীন ইতিঃ
ঠাকুরগাঁও জেলা সাংবাদিকদের শীর্ষ সংগঠন ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোরের ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল লতিফ লিটু ও সাধারণ সম্পাদক পদে আজকের বিজনেস বাংলাদেশের ঠাকুরগাঁও প্রতিনিধি আরিফুজ্জামান আরিফ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও শিল্পকলার সামনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নতুন কমিটির ঘোষনা দেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুর রহমান জিলানী।
সংগঠনটির দ্বিবার্ষিক এ নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সভাপতি, সাধারণ সম্পাদক সহ ১৩ টি পদে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে আগামী ২ বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়।
অন্যান্য নির্বাচিত প্রার্থীরা হলেন, সহ-সভাপতি পদে বিজয় টিভির প্রতিনিধি মামুনুর রশিদ মিন্টু, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলার আলোর বার্তা সম্পাদক সোহেল তানভীর, সাংগঠনিক পদে মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক পদে আনোয়ার হোসেন, কোষাধক্ষ পদে আব্দুল কাদের জিলানী, প্রচার ও তথ্য সম্পাদক পদে জানে আলম, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জসীমউদ্দীন ইতি, কার্যনির্বাহী সদস্য পদে এনএম নুরুল ইসলাম, সাইদুর রহমান, আব্দুস সামাদ ও রবিউল এহসান রিপন নির্বাচিত হয়েছেন।
উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দ্বায়িত্বে ছিলেন একুশে টেলিভিশন ও জনকণ্ঠের ঠাকুরগাঁও প্রতিনিধি এস. এম জসিম উদ্দিন, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন দৈনিক আলোকিত সকাল পত্রিকার জেলা প্রতিনিধি মুনছুর আলী।
কমিটির নব নির্বাচিত সভাপতি আব্দুল লতিফ লিটু বলেন, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ) গণমাধ্যমকর্মীদের একটি স্বাধীন সংগঠন। সংগঠনটির শুরুতেই সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছিলাম। এরপর ২২ সালের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হই। এবার সকল ভোটারদের ভালবাসায় আবারো একই পদে আগামী দুই বছরের জন্য দায়িত্ব পেয়েছি। শুধু সংগঠনের সদস্য নয় জেলার সকল সংবাদকর্মীদের সুখে-দুখে সব সময় পাশে থাকার চেষ্টা করব।
প্রিন্ট