মোঃ জিয়াউর রহমানঃ
কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো.আব্দুল হাই সিদ্দিকির সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা,দৌলতপুর হাসপাতালের আরএমও সামসুল আরেফিন সুলভ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তৌফিকুর রহমান, সাংবাদিক আব্দুল আলীম সাচ্চু, মোঃ সাইফুল ইসলাম( শাহীন), আহমেদ রাজু, বোয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খোয়াজ হোসেন সহ সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ছাত্র প্রতিনিধি, গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় আসন্ন মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে করণীয়,মাদক,বাল্যবিবাহসহ উপজেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
প্রিন্ট