রনি আহমেদ রাজুঃ
মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় যৌথ বাহিনীর অভিযানে আল আমিন ও সাজেদুর নামে দুইজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে।
২৫ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মাগুরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পারনান্দুয়ালী এলাকায় আসিকুলের দোকানে অবৈধ অস্ত্র মজুত রয়েছে।
তথ্য পাওয়ার পরই বিএ-১০০৩৩ মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল ও পুলিশের একটি দল যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি এবং দুটি মোবাইল ফোনসহ মাগুরা সদরের পারলা গ্রামের বক্কর মল্লিকের ছেলে মোঃ আল আমিন (৩১) এবং পারনান্দুয়ালী গ্রামের অহিদুর রহমানের ছেলে সাজেদুর রহমানকে গ্রেফতার করা হয়।
অভিযান সম্পর্কে জানতে চাইলে মেজর সাফিন আল সাইফ পলক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে পারনান্দুয়ালী এলাকায় অস্ত্র রয়েছে। জনগণের জানমাল ও সরকারি সম্পদ রক্ষার্থে আমরা তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল নিয়ে অভিযান পরিচালনা করি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরে উদ্ধারকৃত অস্ত্রসহ আটককৃতদের মাগুরা সদর থানায় এসআই মিনারের মাধ্যমে হস্তান্তর করা হয়।
প্রিন্ট