ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

রায়পুরাতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণলংকারসহ ৯ লাখ টাকা লুট

মোঃ আলম মৃধাঃ

 

নরসিংদীর রায়পুরা উপজেলা আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে স্থানীয় হাজী আব্দুর রহমান নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি করে সংঘবদ্ধ একটি দল।

 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাড়ির জানালার গ্রিল কেটে ও ঘরে তালা ভেঙে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে তিন-চার জনের সংঘটিত একটি দল ডাকাতি করে। ডাকাতরা চার ভরি স্বর্ণ, নগদ সাড়ে চার লাখ টাকাসহ প্রায় ৯ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

 

আমিরগঞ্জ ইউনিয়নের বাসিন্দা হাজী আবদুর রহমান এর নাতি এবং প্রত্যক্ষ ঘটনার সাক্ষী তাসলিমা আক্তার রিতু জানান, বাড়িতে মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ৩-৪ জনের ডাকাত দল বাড়িতে ঢুকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তাকে ও তার পরিবারের সদস্যদের রুমের দরজা নখ করে অস্ত্রের মুখে জিম্মি করে ১টি রুমের আলমারি ভেঙে ফেলে ডাকাতরা। পরে আলমারি থেকে চার ভরি স্বর্ণ ও নগদ সাড়ে চার লাখ টাকা নিয়ে চলে যায়।

 

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী বলেন, এসব ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা দ্রুত এ অঞ্চলের ডাকাতিসহ অপরাধমূলক সকল কর্মকাণ্ড প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি প্রশাসনের কর্মকর্তাদের কাছে।

 

এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আদিল মাহমুদ দৈনিক সময়ের প্রত্যাশাকে বলেন, গতকাল রাতে তিনজন লোক মুখোশ পরে গ্রিল কেটে চার থেকে সাড়ে চার ভরি স্বর্ণ ও ৩ লাখ ৪০ হাজার টাকা নিয়ে যায় বলে জানতে পারি। এ ঘটনায় থানায় অভিযোগ করতে বৃত্তিম এসেছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হরিপরে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক নিহত

error: Content is protected !!

রায়পুরাতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণলংকারসহ ৯ লাখ টাকা লুট

আপডেট টাইম : ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :

মোঃ আলম মৃধাঃ

 

নরসিংদীর রায়পুরা উপজেলা আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে স্থানীয় হাজী আব্দুর রহমান নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি করে সংঘবদ্ধ একটি দল।

 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাড়ির জানালার গ্রিল কেটে ও ঘরে তালা ভেঙে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে তিন-চার জনের সংঘটিত একটি দল ডাকাতি করে। ডাকাতরা চার ভরি স্বর্ণ, নগদ সাড়ে চার লাখ টাকাসহ প্রায় ৯ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

 

আমিরগঞ্জ ইউনিয়নের বাসিন্দা হাজী আবদুর রহমান এর নাতি এবং প্রত্যক্ষ ঘটনার সাক্ষী তাসলিমা আক্তার রিতু জানান, বাড়িতে মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ৩-৪ জনের ডাকাত দল বাড়িতে ঢুকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তাকে ও তার পরিবারের সদস্যদের রুমের দরজা নখ করে অস্ত্রের মুখে জিম্মি করে ১টি রুমের আলমারি ভেঙে ফেলে ডাকাতরা। পরে আলমারি থেকে চার ভরি স্বর্ণ ও নগদ সাড়ে চার লাখ টাকা নিয়ে চলে যায়।

 

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী বলেন, এসব ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা দ্রুত এ অঞ্চলের ডাকাতিসহ অপরাধমূলক সকল কর্মকাণ্ড প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি প্রশাসনের কর্মকর্তাদের কাছে।

 

এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আদিল মাহমুদ দৈনিক সময়ের প্রত্যাশাকে বলেন, গতকাল রাতে তিনজন লোক মুখোশ পরে গ্রিল কেটে চার থেকে সাড়ে চার ভরি স্বর্ণ ও ৩ লাখ ৪০ হাজার টাকা নিয়ে যায় বলে জানতে পারি। এ ঘটনায় থানায় অভিযোগ করতে বৃত্তিম এসেছে।


প্রিন্ট