আলিফ হোসেনঃ
রাজশাহীর তানোরে গ্রামবাসির বাধা উপেক্ষা করে জোরপুর্বক রাস্তার ধারের খাস জায়গার তাজা নিম গাছ নিধন, মটরের পাইপ নষ্ট, বিদ্যুতের পোল ঝুঁকিতে ফেলে ও রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) গাগরন্দ গ্রামে এই ঘটনা ঘটেছে। এনিয়ে গ্রামবাসির মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে, বিরাজ করছে উত্তেজনা। এদিকে ২৩ ফেব্রুয়ারী রোববার গ্রামবাসি বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
এদিকে লিখিত অভিযোগে বলা হয়েছে, চাঁন্দুড়িয়া ইউপির চকদমদমা গ্রামের হাজী চাঁন মোহাম্দের পুত্র গোলাম রাব্বানীর বাড়ীর পাশে আমাদের বাড়ী এবং বিবাদীর বাড়ীর পাশের রাস্তা দিয়ে আমরা গ্রামবাসী চলাচল করে আসছি। কিন্তু বিবাদী হঠাৎ করেই গাগরন্দ গ্রামে উক্ত রাস্তার উপর দিয়ে সীমানা প্রাচীর নির্মাণের উদ্দেশ্যে জোরপূর্বক ভাবে গর্ত খনন কাজ শুরু করেন।
এ সময় আমরা গ্রামবাসী বিবাদীকে বাধা নিষেধ করিলে বিবাদী বলে আমি উক্ত রাস্তার উপর দিয়েই সীমানা প্রাচীর নির্মাণ করিবো তোমরা যা পারো করে নাও। বিবাদী যদি উক্ত রাস্তার উপর দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করে তাহলে আমরা গ্রামবাসী বড় ধরনের ক্ষতির সমুখীন হবো। প্রাচীর নির্মাণ করা হলে ওই রাস্তা দিয়ে গরু-মহিষের গাড়ী বা ট্রাক-ট্রলিতে করে মালামাল পরিবহণ করা যাবে না। বিশেষ করে কৃষকেরা গাড়িতে করে মাঠের ফসল উঠাতে পারবে না।
উক্ত রাস্তার উপর দিয়ে যাতে সীমানা প্রাচীর নির্মাণ করতে না পারে সেই জন্য গ্রামবাসি সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে জানতে চাইলে গোলাম রাব্বানী অভিযোগ অস্বীকার করে বলেন, তার জায়গার ওপর দিয়ে রাস্তা হয়েছে, আর কাটা ছোট নিমগাছ তার লাগানো, সেখানে খাস জায়গা নাই। তিনি বলেন, মটরের পাইপ ফেটে গেছে সেটা মেরামত করে দেয়া হবে। তিনি বলেন, প্রতিপক্ষ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।
প্রিন্ট