ঢাকা , রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

গোপালগঞ্জে দুই দশক পর আগামীকাল বিএনপির জনসভা

মুন্সী সাদেকুর রহমান শাহীনঃ

প্রায় দুই দশক পর আগামীকাল গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ২০০৪ সালে গোপালগঞ্জ শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্বশেষ ফরিদপুর বিভাগীয় ইউনিয়ন সভা করেছিলেন। পরবর্তীতে বিভাগীয় সভাটির নাম পরিবর্তন করে জনসভা নাম করণ করা হয়।

২০০৪ সালের পরে আওয়ামী লীগের এই ঘাঁটিতে প্রকাশ্যে বড় জমায়েত করে আর কোন সভা করতে পারেনি দলটি।

 

২৪ ফেব্রুয়ারি তারিখের জনসভা কে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস-উদ্দীপনা বিরাজ করছে। চলছে ব্যাপক প্রস্তুতি, বিভিন্ন সড়কে নির্মাণ করা হয়েছে তোরণ। ফেস্টুন, ব্যানারে ছেয়ে গেছে গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশ।

 

জানা গেছে, আইনশৃঙ্খলার উন্নতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, ও জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণাসহ বিভিন্ন দাবি আদায়ে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ জেলা বিএনপি আগামী সোমবার (২৪ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ শহরের পৌর পার্ক মাঠে এ জনসভার আয়োজন করেছে।

 

জনসভাটিতে বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি নিশ্চিত করতে গোপালগঞ্জ জেলা বিএনপি, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠন দফায় দফায় প্রস্তুতি সভার পাশাপাশি লিফলেট বিতরণ করে প্রচারণা চালাচ্ছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রস্তুতি সভার ছবি শেয়ার করে চলছে ব্যাপক প্রচারণা।

 

দলীয় সূত্রে জানা গেছে, জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। প্রধান বক্তা হিসেবে থাকতে পারেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ। বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) খন্দকার মাশুকুর রহমান, সহ–আইনবিষয়ক সম্পাদক জয়নুল আবেদিন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলামসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা সমাবেশে থাকবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান।

 

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম (লেলিন) সময়ের প্রত্যাশাকে জানান, দীর্ঘদিন আমরা গোপালগঞ্জে উন্মুক্তভাবে দলীয় কাজ করতে পারিনি। একাধিক হামলা মামলা ও নিপিড়নের শিকার হলেও হাল ছাড়িনি। ২৪ ফেব্রুয়ারির সমাবেশকে কেন্দ্র করে সকল শ্রেণীর নেতা কর্মীদের মধ্যে আনন্দ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

 

জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান বলেন, দীর্ঘ ১৫ বছর অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখা ফ‍্যাসিস্ট সরকারের দোসররা বিএনপির নেতা-কর্মীদের গোপালগঞ্জে স্বাধীনভাবে একটি কর্মসূচিও পালন করতে দেয়নি। ৫ জুলাই ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়েছে, এখন গোপালগঞ্জে জনসভা করতে আর কোনো বাধা নেই। ২৪ ফেব্রুয়ারির জনসভাকে সফল করতে জেলা বিএনপি সকল ধরনের প্রস্তুতি নিয়েছে। ভেন্যু সাজানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। বিভিন্ন সড়কে কেন্দ্রীয় নেতাদের তোরণ নির্মাণ করা হয়েছে। আশা করছি জনসভায় ৪০ থেকে ৫০ হাজার লোকের সমাগম ঘটবে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

গোপালগঞ্জে দুই দশক পর আগামীকাল বিএনপির জনসভা

আপডেট টাইম : ৫ ঘন্টা আগে
মুন্সী সাদেকুর রহমান শাহিন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান :

মুন্সী সাদেকুর রহমান শাহীনঃ

প্রায় দুই দশক পর আগামীকাল গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ২০০৪ সালে গোপালগঞ্জ শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্বশেষ ফরিদপুর বিভাগীয় ইউনিয়ন সভা করেছিলেন। পরবর্তীতে বিভাগীয় সভাটির নাম পরিবর্তন করে জনসভা নাম করণ করা হয়।

২০০৪ সালের পরে আওয়ামী লীগের এই ঘাঁটিতে প্রকাশ্যে বড় জমায়েত করে আর কোন সভা করতে পারেনি দলটি।

 

২৪ ফেব্রুয়ারি তারিখের জনসভা কে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস-উদ্দীপনা বিরাজ করছে। চলছে ব্যাপক প্রস্তুতি, বিভিন্ন সড়কে নির্মাণ করা হয়েছে তোরণ। ফেস্টুন, ব্যানারে ছেয়ে গেছে গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশ।

 

জানা গেছে, আইনশৃঙ্খলার উন্নতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, ও জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণাসহ বিভিন্ন দাবি আদায়ে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ জেলা বিএনপি আগামী সোমবার (২৪ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ শহরের পৌর পার্ক মাঠে এ জনসভার আয়োজন করেছে।

 

জনসভাটিতে বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি নিশ্চিত করতে গোপালগঞ্জ জেলা বিএনপি, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠন দফায় দফায় প্রস্তুতি সভার পাশাপাশি লিফলেট বিতরণ করে প্রচারণা চালাচ্ছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রস্তুতি সভার ছবি শেয়ার করে চলছে ব্যাপক প্রচারণা।

 

দলীয় সূত্রে জানা গেছে, জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। প্রধান বক্তা হিসেবে থাকতে পারেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ। বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) খন্দকার মাশুকুর রহমান, সহ–আইনবিষয়ক সম্পাদক জয়নুল আবেদিন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলামসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা সমাবেশে থাকবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান।

 

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম (লেলিন) সময়ের প্রত্যাশাকে জানান, দীর্ঘদিন আমরা গোপালগঞ্জে উন্মুক্তভাবে দলীয় কাজ করতে পারিনি। একাধিক হামলা মামলা ও নিপিড়নের শিকার হলেও হাল ছাড়িনি। ২৪ ফেব্রুয়ারির সমাবেশকে কেন্দ্র করে সকল শ্রেণীর নেতা কর্মীদের মধ্যে আনন্দ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

 

জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান বলেন, দীর্ঘ ১৫ বছর অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখা ফ‍্যাসিস্ট সরকারের দোসররা বিএনপির নেতা-কর্মীদের গোপালগঞ্জে স্বাধীনভাবে একটি কর্মসূচিও পালন করতে দেয়নি। ৫ জুলাই ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়েছে, এখন গোপালগঞ্জে জনসভা করতে আর কোনো বাধা নেই। ২৪ ফেব্রুয়ারির জনসভাকে সফল করতে জেলা বিএনপি সকল ধরনের প্রস্তুতি নিয়েছে। ভেন্যু সাজানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। বিভিন্ন সড়কে কেন্দ্রীয় নেতাদের তোরণ নির্মাণ করা হয়েছে। আশা করছি জনসভায় ৪০ থেকে ৫০ হাজার লোকের সমাগম ঘটবে।


প্রিন্ট