ইস্রাফিল হোসেন ইমনঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় দৈনিক যুগান্তর পত্রিকার সাহসী পথচলার ২৫ বছর পূর্তি ও রজতজয়ন্ত্রী উৎসব বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। যুগান্তরের পাঠক ফোরাম স্বজন সমাবেশের আয়োজনে আজ শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত উৎসবে যোগ দেয়, ভেড়ামারার প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেছেন, তথ্য ভিত্তিক সাহসী সংবাদ প্রকাশ করে পাঠকের অন্তর দখল করেছে সময়ের সাহসী দৈনিক যুগান্তর। এই অগ্রযাত্রা আরও শানিত হোক রজতজয়ন্ত্রী উৎসবে, সেটার শুভ কামনা জানান বক্তারা।
দৈনিক যুগান্তরের ভেড়ামারা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রেজাউল করিমের সভাপতিত্বে এবং স্বজন সমাবেশের সদস্য সচিব, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি ও সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহ্ জামাল’র সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারার সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. তৌহিদুল ইসলাম আলম, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক যুগান্তরের কুষ্টিয়া প্রতিনিধি আবু মনি জোবায়েদ রিপন, উপজেলা বিএনপির সদস্য সচিব, সাবেক ভাইস চেয়ারম্যান শাজাহান আলী, বাংলা একাডেমীর জীবন সদস্য, বিশিষ্ট লেখক ও গবেষক আলহাজ্ব হাসানুজ্জামান খসরু।
বক্তব্য রাখেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শামীম রেজা শামীম, একুশে টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলাম, নিউজ২৪ চ্যানেলের কুষ্টিয়া প্রতিনিধি মাহাতাব উদ্দীন লালন, দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক, কুষ্টিয়া জর্জ কোটের সিনিয়র আইনজীবি এ্যাড. আব্দুর রউফ, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, ডাঃ আমিরুল ইসলাম মান্নান, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি ইসমাইল হোসেন বাবু, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা কমিটির যুগ্ন আহবায়ক বায়েজিদ খাঁন হিমু, দৈনিক কুষ্টিয়া প্রতিনিধি আব্দুল আলিম, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মাসুদ করিম, প্রতিভা মডেল একাডেমী স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদ, দৈনিক সমকাল প্রতিনিধি আজিজুল হাকিম, দৈনিক কালবেলা প্রতিনিধি বুলবুল আহমেদ, সাংবাদিক মাহমুদুল হাসান চন্দন, হিসনা বানী পত্রিকার সম্পাদক আরিফুজ্জামান লিপটন, সিনিয়র শিক্ষক আলহাজ্ব নাসির উদ্দীন, দৈনিক লালন কণ্ঠ ও অন্ধকার জগত পত্রিকার সহ-সম্পাদক মহন ইসলাম, সাংবাদিক লিটনুজ্জামান, সাংবাদিক বাবুল আক্তার, সাংবাদিক মনজুর রাসেল ডলার, সাংবাদিক জহুরুল কবির নবীন, সাংবাদিক মনোয়ার হোসেন মারুফ, সাংবাদিক রাজু আহমেদ প্রমুখ।
রজতজয়ন্ত্রী উৎসবে বক্তারা বলেন, দৈনিক যুগান্তর প্রকাশনার শুরু থেকেই তাদের নিজস্ব সক্রিয়তা ধরে রেখেছে। সব সময়ই অন্যায়, অসত্যের বিরুদ্ধে বজ্রমুষ্টিতে প্রতিবাদ করে অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস দেখিয়েছে। সত্য এবং অনুসন্ধান সাংবাদিকতা নব ধারা সৃষ্টি করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাহসী ভূমিকা রেখে কোটি কোটি মানুষের অন্তর দখল করেছে যুগান্তর।
সমাবেশে বক্তারা আরো বলেন, যুগান্তর’র এই সাহসী অগ্রযাত্রা আরো শতবর্ষ ধরে প্রবাহমান নদীর মতই অব্যহত থাকুক এই প্রত্যাশা।
প্রিন্ট