সাহিদা পারভীনঃ
রাজবাড়ীর কালুখালী থানা পুলিশের অভিযানে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
শনিবার সকাল পোনে ১০ টায় এ অভিযান পরিচালিত হয়।
ওসি জানান, সকালের গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কালুখালী বোয়ালিয়া ইউনিয়নের কালিনগর গ্রামের হেলাল মন্ডলের রান্নাঘরের মাচার নিচে একটি আগ্নেয়াস্ত্র আছে। সংবাদ শোনার পর এসআই রিপন মোল্লার নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকা পাঠানো হয়। সকাল পোনে ১০ টায় পুলিশ সদস্যরা ওই এলাকায় অভিযান শুরু করে।
পুলিশ অভিযানকালে হেলাল মন্ডলের রান্নাঘরের মাচার নিচে একটি আগ্নেয়াস্ত্র দেখতে পায়। পুলিশ ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে থানা নিয়ে আসে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে কালুখালী থানায় একটি মামলা হয়েছে।
প্রিন্ট