মুস্তাফিজুর রহমানঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা বিএনপি’র আয়োজনে কেন্দ্র ঘোসিত ৩১দফা বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার(২২ফেব্রুয়ারী)সকাল সারে নয়টার দিকে উপজেলা বিএনপি’র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ শাহজাহান সিকদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উপদেষ্টা মন্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জহুরুল হক শাহাজাদা মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে শাহাজাদা মিয়া বলেন “ জিয়াউর রহমান ১৯দফা দিয়েছিলেন,তার ভিত্তিতে দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান ২৭ দফা দিলেন। শেখ হাসিনা সেটাকে বন্ধ করলেন।এর পরে জনগনের ভিত্তিতে ৩১ দফা দেওয়াহলো।আমরা ৩১দফা বাস্তবায়নে কাজ করে যচ্ছি। এর প্রথম দফা হচ্ছে একজন মানুষ দুইবারের বেশি সময় প্রধানমন্ত্রী থাকতে পারবে না।বিএনপি ইচ্ছে করলে সারা জীবন ক্ষমতায় থাকতে পারতো।কিন্তু বিএনপি তা করে নাই।
বর্তমান সরকাকে উদ্দ্যেশ্য করে তিনি আরও বলেন আমরা আপনাদের সহযোগীতা করতে চাই। আপনারা ৩১ দফা মেনে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দিন।জনগন যাকে ভোট দেবে সেই দল ক্ষমতায় যাবে”।
এসময় চরভদ্রাসনে পদ্মায় বালু কাটা বন্ধে প্রশাসনের উদ্দেশ্যে শাহাজাদা মিয়া বলেন নদী থেকে বালু উত্তোলন কারীদের আপনারা কোন ছাড় দিবেন না।সে যেইহোক আমি অন্যায় করিনা। আমি কোন অন্যায়কে প্রশ্রয় দিবনা। ঐদিন পার্শ্ববর্তী উপজেলা সদপুরে একটি অনুষ্ঠানে যোগদানের পূর্বে চরভদ্রাসনে সক্ষীপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি”।
ফরিদপুর-৪ আসনে প্রার্থী চুরান্ত হওয়ার বিষয়ে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহাজাদা মিয়া বলেন “এখনও কোন প্রার্থী চুরান্ত হয়েছে কিনা এটা আমার জানা নেই।নির্বাচনের আগে কেন্দ্রে বোর্ড মিটিং এর মাধ্যমে প্রার্থীতা চুরান্ত করা হয় বলে আমি জানি।আপনারা গুজবে কান দিবেন না।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চরভদ্রাসন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ কুদ্দুস আলী,জাতীয়তাবাদী দলের ফরিদপুর বিভাগীয় আইনজিবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মাহাবুবুর রহমান দুলাল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহসভাপতি মোঃনুরুল হক মোল্লা,মোঃওয়াহিদুজ্জামান মোল্লা,ঢাকা কলেজের সাবেক ছাত্র নেতা মোঃ মুঞ্জুরুল হক মৃধা,আবুল কালাম মোল্লা,যুবদলের সভাপতি মোরাদ হোসেন মৃধা,সিনিয়র সহ সভাপতি গোলাম মোস্তফা,সাধারন সম্পাদক আব্দুল ওহাব মোল্লা,সেচ্ছাসেবক দলের সভাপতি ফরহাদ মৃধা,সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত)সুমন শিকদার ও ছাত্রনেতা মোঃ অলিদ মোল্লাসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট