মোঃ সাইফুল ইসলামঃ
নাটোর জেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদকে গণ সংবর্ধনা দিয়েছে সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের হুলহুলিয়া গ্রামবাসী। হুলহুলিয়া দেশের আদর্শ গ্রাম হিসেবে পরিচিত।
বৃহস্পতিবার রাত ৮টায় হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ ভবনে এ গণ সংবর্ধনা দেয় গ্রামবাসী।
হুলহুলিয়া গ্রামের মো. বেলাল মৃধার সভাপতিত্বে এবং মোশারফ ও রিপনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব তায়েজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট আকরাম হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক রুস্তম আলী, ছাতারদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক ঞআহ্বায়ক জলিল মাস্টার, সাবেক সদস্য সচিব ফেরদৌস আলম দুলাল, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল মোমেনীন নিশান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে দাউদার মাহমুদ বলেন, বিগত দিনে আওয়ামী লীগ হুলহুলিয়া গ্রামকে নিয়ে যা করেছে আমরা তা করবো না। এই গ্রামে আওয়ামী লীগের কর্মী নিরাপদ, জাতীয় পার্টির কর্মী নিরাপদ, জামায়াতে ইসলামীর কর্মী নিরাপদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাই নিরাপদে থাকবে। হুলহুলিয়া গ্রামে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যাতে আমরা রোড ম্যাপ করে সিংড়া উপজেলার অন্য গ্রামে গিয়ে বলতে পারি যে হুলহুলিয়া গ্রামের মত আইনের ব্যবস্থা করুন, যেখানে কেউ শোষিত হবেনা, নির্যাতিত হবেনা।
প্রিন্ট