শেখ সাইদুল ইসলাম, প্রবীন খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের চারটি ঘর বশীভূত হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। বুধবার বেলা ২টায় বি-মির্জাপুর গ্রামের রওশন আলীর বসত ঘরের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যে তিনটি পরিবারের ৪টি ঘরের সমস্ত মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সবকিছু হারিয়ে এখন তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত সরকারি সহযোগিতা প্রয়োজন। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হচ্ছে উপজেলা শোমসপুর ইউনিয়নের বি-মির্জাপুর গ্রামের হাতেম আলী ছেলে রওশন আলী, রওশন আলীর ছেলে মোহাম্মদ আলী এবং টিপু খান। তিনটি পরিবারে প্রায় ক্ষতির পরিমাণ আনুমানিক নগদ টাকা সহ প্রায় ১২ লক্ষ টাকা।
প্রিন্ট