মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে গণ অধিকার পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই আগস্ট গণহত্যাকারীদের বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে উক্ত কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।
আজ বুধবার বিকেল চারটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি রুবেল শেখ, জিয়া খান, মনির চৌধুরী, মনির হাওলাদার, আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর শেখ, নুরু মিয়া, দেলোয়ার হোসেন ,সাইদুর রহমান, ফরিদপুর শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জুয়েল ভান্ডারী, জনি শেখ, ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক হৃদয় আহমেদ ,যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বায়েজিত হোসেন, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হারুন মিয়া, সালথা গণধিকার পরিষদের আহ্বায়ক মারুফ ফকির, ফরিদপুর জেলা গণধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক জিয়া শেখ জনি শেখ প্রমুখ।
এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন তারা বলেন ” জুলাই আগস্টের গণঅভ্যুত্থান হয়েছে যাতে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে। তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে। বক্তারা বলেন বাংলাদেশে এখনো আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আর তাই বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। এদেশে আওয়ামী লীগের অস্তিত্ব আর রাখা যাবে না।
বক্তারা বলেন জুলাই আগস্ট বিপ্লবে আহতদের সুচিকিৎসা দিতে হবে এবং প্রত্যেককে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবার জন্য সরকারের নিকট দাবি জানান। বক্তারা সংস্কারের পাশাপাশি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করার দাবি জানান। একই সাথে জাতীয় নির্বাচনের পূর্বেই স্থানীয় নির্বাচনের আয়োজন ঘোষণা করার দাবি জানান।
তারা বলেন অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে।” তারা বলেন গণঅধিকার পরিষদ দীর্ঘ ছয় বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে মাঠে ছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন বিভিন্ন উস্কানি মূলক বক্তব্য প্রচার করে আসছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন পেইজকে বন্ধ করে দেবার জন্য সরকারের নিকট দাবি জানান। অনুষ্ঠানে পরবর্তী পর্বে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।
প্রিন্ট