বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ফ্যাসীবাদের দোসরদের বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে মুকসুদপুর উপজেলা গনঅধিকার পরিষদের আয়োজনে, মুকসুদপুর উপজেলা সদরের চৌরঙ্গীতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা গনঅধিকার পরিষদের আহ্বায়ক মোঃ নিষাদ মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমরান আহমেদের সঞ্চালনায়, বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কাশিয়ানী উপজেলা গনঅধিকার পরিষদের আহ্বায়ক মোঃ ইমরান, টুঙ্গিপাড়া উপজেলা গনঅধিকার পরিষদের সভাপতি শাহেদ আলম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, কাশিয়ানী উপজেলা গনঅধিকার পরিষদের সদস্য সচিব আহমদ আলী, ঢাকা মহানগর যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ মোনায়েম, মুকসুদপুর উপজেলা গনঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, যুগ্ম সদস্য সচিব মো সামাদ, সাধারণ সম্পাদক মোল্লা ইব্রাহিম, মুকসুদপুর পৌরসভা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ ইউসুফসহ প্রমূখ।
বিক্ষোভ সমাবেশ শেষে বিশাল এক মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
প্রিন্ট