মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই”স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ফরিদপুরে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিকালে ফরিদপুর জেলা স্কুল মাঠ প্রাঙ্গনে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি থেকে এর উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি
মো: সোহরাব হোসেন, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আল-আমীন খন্দকার ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ফরিদপুর জেলা পর্যায়ের ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ভলিবল প্রতিযোগিতায় ফাইনালে আলফাডাঙ্গা উপজেলা চরভদ্রাসন উপজেলা কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি ও মেডেল তুলে দেন ।বিপুলসংখ্যক দর্শক এই খেলাটি উপভোগ করেন।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে জেলা পর্যায়ের এ ভলিবল প্রতিযোগিতায় ফরিদপুর জেলার মোট চারটি উপজেলার দল অংশগ্রহণ করে।
প্রিন্ট