রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে চাবি কেড়ে নেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যাটারিচালিত ভ্যান চালকরা। গোপালপুর পৌরসভার কর্মচারীরা রেজিস্ট্রেশন বিহীন ভ্যানের চাবি কেড়ে নেওয়ায় এ ঘটনা ঘটে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৫ টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার সামনে গোপালপুর-দুয়ারিয়া সড়কে অর্ধশতাধিক ভ্যান রেখে যানবাহন চলাচল বন্ধ করে দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
আন্দোলনরত ভ্যান চালক লতিফ ও হানিফ জানান, গোপালপুর পৌরসভায় প্রতিবছর ৬১০ টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করতে হয়। অথচ আমাদের কোন ভ্যানস্টান্ড নেই। হঠাৎ করে কোন নোটিশ না দিয়ে গত দুইদিন ধরে পৌরসভার কর্মচারীরা ভ্যানের রেজিষ্ট্রেশন না থাকায় চাবি কেড়ে নিয়ে ভ্যান আটকিয়ে রাখছে। এছাড়া দুপুরে আজিমনগর স্টেশনের পাশে ভ্যান রাখার ফাঁকা জায়গা বাঁশ দিয়ে বন্ধ করে রাখে। পরে চালকরা সড়ক অবরোধ করলে পুলিশ বাঁশ খুলে দেয় এবং চাবি ফেরত দিলে তারা সড়ক ছেড়ে দেয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গোপালপুর পৌর প্রশাসক মেহেদী হাসান বলেন, ব্যাটারিচালিত ভ্যানগুলো নিয়মকানুনের মধ্যে আনতে পৌরসভায় নির্ধারিত ফি দিয়ে প্রতিবছর রেজিষ্ট্রেশন করতে হয়। এজন্য কোন চালকের চাবি নিয়ে থাকলে সেটা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চালকদের কোন দাবি থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
প্রিন্ট