রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে চংধুপইল ইউনিয়নের বাওড়া গ্রামে পারিবারিক কলহের জেরে ছেলের মারধরের পর বাবার রহস্যজনক মৃত্যু হয়েছে।
জানা যায়, ১৬ তারিখ রাতে জাহাঙ্গীর নামে এক ব্যক্তি তার বাবা মোছলেমের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে জাহাঙ্গীর তার বাবাকে মারধর শুরু করলে প্রতিবেশী জনি আহমেদ, রুশিশা বেগমসহ বেশ কয়েকজন এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
তবে, পরদিন ভোরে মোছলেমের মৃত্যু হয়। তার মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, এর আগেও জাহাঙ্গীর একাধিকবার তার বাবাকে মারধর করেছিলেন। তবে এবার সেই মারধরের কারণেই মোছলেমের মৃত্যু হয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রিন্ট