মোঃ সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে শিশু হত্যার দায়ে ইব্রাহিম হোসেন (১৬) কে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত। রবিউল ইসলাম রবি (১৫) কে গলাকেটে হত্যার অভিযোগে এই রায় ঘোষণা করা হয়। আজ রবিবার বেলা ১১ টায় নাটোরের শিশু আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন। দন্ডপ্রাপ্ত ইব্রাহিম হোসেন গুরুদাসপুর উপজেলার রশিদপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। তার উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। অন্যান্য আসামিরা প্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচার জেলা আদালতে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নাটোর জজ আদালতের বিশেষ পিপি আব্দুল কাদের।
মামলার বিবরনীতে জানা যায়, ইব্রাহিম হোসেন মাদক ব্যবসায়ী ও মাদক সেবী ছিল। সে বিভিন্ন সময় রবিউলকে মাদক সেবনের জন্য প্ররোচিত করতো। রবিউল তাকে জানায় যে, সে তার মাদক ব্যবসা ও মাদক সেবন জনসম্মুখে প্রকাশ করবে। এরপর, ২০১৫ সালের ২৯ এপ্রিল রাতে রবিউলকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়। পরে তার মরদেহ চকম বিলে আগাছা দিয়ে ঢেকে রাখা হয় এবং ইব্রাহিম ও তার সহযোগিরা পালিয়ে যায়। রবিউলের পিতা ২ মে সকালে তার ছেলের মৃতদেহ বিলে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
এ ঘটনায় রবিউলের বাবা বাদী হয়ে গুরুদাসপুর থানায় মামলা করেন। পুলিশ পরে মারুফ ও ফাহাদকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। ইব্রাহিমের বিচার শিশু আদালতে হওয়ায় তাকে ১০ বছরের আটকাদেশ দেয়া হয়েছে।
প্রিন্ট