স্টাফ রিপোর্টার, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় ঘন কুয়াশায় মাগুরা থেকে ছেড়ে আসা আলিফ মিম নামে একটি বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই চালকসহ ১২ যাত্রী আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
স্থানীয় বাসিন্দা মো. সোহাগ মাতুব্বর জানান, আজ সকালে প্রচণ্ড কুয়াশায় চারপাশ ঢেকে যায়। ঠিকমতো সড়ক দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে।
প্রিন্ট