মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, আগামী ২০ ফেব্রুয়ারি ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির জনসমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইসার সভাপতিত্বে আজ রোববার সকালে শহরের কাঠপট্টি বিএনপি’র দলীয় কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা আসন্ন ২০ তারিখে অনুষ্ঠিতব্য জনসমাবেশ সম্পর্কে আলোচনা করেন এবং এই সমাবেশ সফল করতে ফরিদপুর জেলা বিএনপি, মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
এ জনসমাবেশটি ঐদিন ফরিদপুর শহরের থানা রোডে অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।
প্রিন্ট