ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়ায় সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ লিটন (২৪), মোমিন (৪৫) ও মো. রোমান (২২) নামের তিন যুবককে আটক করেছে । শনিবার (১৫ ফেব্রুয়ারি) শহরতলীর জুগিয়া দর্গাপাড়া এলাকা থেকে অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়।
শনিবার রাত ৯ টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী কুষ্টিয়া ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি আইনের সুশাসন পুননির্মাণের উদ্যোগে দেশব্যাপী কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া দর্গাপাড়া এলাকায় শনিবার ১৫ ফেব্রুয়ারী দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সন্দেহভাজন তিনটি বাড়িতে অভিযান চালিয়ে লিটনের (২৪) রুমের বালিশের নিচ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। এসময় লিটন (২৪) মোমিন (৪৫) ও মো. রোমান (২২) নামের তিন জনকে আটক করে সেনাবাহিনী।
জিজ্ঞাসাবাদের সময় লিটন অস্ত্রটি মোমিনের কাছ থেকে নিয়েছিল বলে জানায়। পরবর্তীতে মোমিনের বাড়িতে অভিযান চালিয়ে চাইনিজ কুড়াল, রামদা, ছুরিসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রসহ আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেহাবুর রহমান বলেন, অভিযানের সময় সেনাবাহিনীর সঙ্গে পুলিশও ছিল। আটকদের থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
প্রিন্ট