কুষ্টিয়ার সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (ডিজেসি) সভাপতি, জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি এবং মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক রেজোয়ানুল হক রাজার মা মাজেদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ২৭ জুন করোনা পজিটিভ হওয়ার পর ঢাকা মিরপুরের বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।পরে মহাখালী ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ১০ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রত্নগর্ভা মা সাজেদা বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
শুক্রবার বেলা সাড়ে দশটায় শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে ইসলামী ফাউন্ডেশনের করোনা দাফন টিম তাকে শোমসপুর গ্রামে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করে।
তার মৃত্যুতে খোকসা প্রেসক্লাব সহ, বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও সংস্থা শোক প্রকাশ করেছেন এবং শোকহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তার জানাজায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফজলুল হক প্রমুখ।
তিনি নিউজ টোয়েন্টিফোরের সিনিয়র নিউজএডিটর বোরহানুল হক সম্রাট, কুষ্টিয়া সময়ের সম্পাদক আহসানুল হক নবাব ও শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের অধ্যক্ষ রায়হানুল হক সুলতান এর মা। তার বাবা শোমসপুর নিবাসী তোফাজ্জেল হোসেন করোণায় আক্রান্ত হয়ে ঢাকায় আইসিওতে চিকিৎসাধীন আছেন। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন ।
প্রিন্ট