কাজী নূর, যশোর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহকারী মহাসচিব দেশের বিশিষ্ট সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ দিন দুপুর ১২টায় যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রয়াত আপোসহীন সংগ্রামী সাংবাদিক নেতা মন্টুর স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যশোরে অবস্থানরত সকল সাংবাদিককে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ।
উল্লেখ্য সাংবাদিক মহিদুল ইসলাম মন্টু ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি সকাল ৮টায় চৌগাছা উপজেলার হোগলডাঙ্গা গ্রামে নিজ বাসভবনে শেয নিঃশ্বাস ত্যাগ করেন। জীবদ্দশায তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা সভাপতিসহ বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন।
তিনি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) কয়েক দফা যশোর জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। জীবনস্রোত নামে একটি সাপ্তাহিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন তিনি। সাংবাদিকদের যৌক্তিক অধিকার আদায়ের আন্দোলনে তিনি সব সময় অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। ট্রেড ইউনিয়ন ও সাংবাদিকদের যৌক্তিক অধিকার আদায়ে যেভাবে লড়াকু সৈনিক হিসেবে কাজ করতেন তার সেই শূন্যতা পূরণ হবার নয়।
যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে আগামীকাল শনিবার ১৫ ফেব্রুয়ারি দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরে স্মরণ সভা ও মিলাদ মাহফিলে ইউনিয়নের সকল সদস্যসহ যশোরে অবস্থানরত সকল সাংবাদিকদের এ অনুষ্ঠানে যোগদান করবার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম।
প্রিন্ট