রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য নিরসন করে জাতীয়করণের দাবিতে আগামী রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির তৃতীয় দিনে এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে সংগঠনের সদস্য সচিব প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজিজি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এমপিও ভুক্ত শিক্ষায় বৈষম্য নিরসন সহ জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের লাগাতার অবস্থান কর্মসূচির তৃতীয় দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার শিক্ষক কর্মচারী অংশগ্রহণ করেন। শিক্ষক কর্মচারীগণ সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও সর্বজনীন বদলির (প্রতিষ্ঠান প্রধান থেকে কর্মচারী পর্যন্ত) দাবি জানান।
জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজিজি বলেন, ১৫ ফেব্রুয়ারি শনিবারের মধ্যে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি এবং বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির সুস্পষ্ট ঘোষণা না আসলে জাতীয় প্রেসক্লাবের সামনের লাগাতার অবস্থান কর্মসূচির পাশাপাশি ১৬ ফেব্রুয়ারি রবিবার সকল এমপিও ভক্ত (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) সকল শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতি পালন করা হবে।
এ সময় উপস্থিত সদস্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন জোটের সমন্বয়ক জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু তালেব সোহাগ, জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সদস্য সচিব আবুল বাশার, রবিউল হোসেন, আব্দুল হাই সিদ্দিকী, তোফায়েল সরকার, অধ্যক্ষ হাবিবুর রহমান, অধ্যক্ষ ইসমাইল হোসেন প্রমুখ। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট