ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার কুমারখালীতে উড়োচিঠি দিয়ে রেজাউল ইসলাম (৫৭) নামে এক গামছাবিক্রেতা হকারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার মধ্যে টাকা না দিলে বা পুলিশকে জানালে হকারসহ তার দুই নাতিকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
হুমকি পাওয়া রেজাউল ইসলাম উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার আবদুল গফুরের ছেলে। তিনি ফুটপাতে হকারি করে গামছা বিক্রি করেন।
এ ঘটনায় রেজাউল দুপুরে থানায় লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে রেজাউল উল্লেখ করেন, তিনি একজন ফুটপাতের গামছা ব্যবসায়ী। বুধবার দিবাগত রাত ২টার দিকে কে বা কারা তার বাড়ির জানালা ভেঙে দেয়। জানালা ভাঙার শব্দে ঘুম ভেঙে বাইরে এসে দেখেন, অজ্ঞাত ব্যক্তির হাতে লেখা একটি চিঠি। চিঠিতে অজ্ঞাত ব্যক্তি তার কাছে তিন লাখ টাকা দাবি করেছেন। রাত ১২টার মধ্যে টাকা না দিলে দুই নাতিকে হত্যা করবে। বিষয়টি পুলিশ বা কাউকে জানালে তাকেও গুলি করে হত্যার হুমকি দিয়েছে।
ভুক্তভোগী রেজাউল বলেন, কারা কেন এমন করছে জানি না। পরিবার নিয়ে খুব ভয়ে আছি। বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছি।
স্থানীয় কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ‘ঘটনাটি গভীরভাবে তদন্ত চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।
প্রিন্ট