রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে দুই জনকে আটক করেছে লালপুর থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালুপাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে গোপালপুর পৌর যুবলীগের সদস্য রায়হানকে আটক করে পুলিশ। তিনি ওই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে ও গোপালপুর পৌর যুবলীগ সভাপতি নাজমুল হাসানের বড় ভাই।
এছাড়াও বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল গ্রুপ) ও সাবেক ইউপি সদস্য রহিদুল ইসলামকে (৫০) আটক করেছে পুলিশ। তিনি ওয়ালিয়া পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা ও ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আকবর সরদারের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান সময়ের প্রত্যাশাকে জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে দুই জনকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রিন্ট