মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট এর অভিযানে ফরিদপুরের সদরপুরে আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাসহ ৩ জনকে আটক করেছে সদরপুর থানা পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পিয়াজখালী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক টুটুল খান, একই ইউনিয়ন আওয়ামী লীগের আবুল খান এবং ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মঈন খান। পুলিশ জানিয়েছে, আটককৃতদের আওয়ামীলীগের সাথে সরাসরি সম্পৃক্ত থেকে নাশকতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার দেখানো হয়।
সদরপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুল মোতালেব (খোকন) বলেন, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি প্রতিরোধে উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী বাজারে অভিযান চালিয়ে অরাজকতা সৃষ্টিকারীদের আটক করা হয়েছে। জেলা পুলিশের বিশেষ নির্দেশনায় নাশকতা ও অরাজকতা সৃষ্টিকারীদের নির্মূল না করা পর্যন্ত এ অভিযান চলবে।
প্রিন্ট