এম. এ আজিজ, কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং আওরাবুনিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. পনির হোসেন (৫২) কে গ্রেফতার করেছে কাঠালিয়া থানা পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের সাতানী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ মং চেনলা। পনির হোসেন উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর তালগাছিয়া গ্রামের আ. সত্তার কালুর পুত্র।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মং চেনলা জানান, গ্রেফতারকৃত পনিরের বিরুদ্ধে রাজনৈতিক মামলাসহ আরো মামলা রয়েছে।
প্রিন্ট