ঢাকা , মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মঙ্গলকোটে মঙ্গলচণ্ডী পুজোয় পুলিশের জলছত্র Logo কুড়ানো আলুই ওদের সারা বছরের খাবার ! Logo সংকট উত্তরণে এখনই অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেইঃ -নার্গিস বেগম Logo ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্যারাসিটামল ,কলেরা স্যালাইন ও এক্সরে ফিল্ম নেই Logo দৌলতপুরে জামায়াতের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ Logo মধুখালীতে শয়তানের নিঃশ্বাস পার্টি চক্রের দুই সদস্য আটক Logo রায়পুরায় তিন সন্তানের জননীকে ধর্ষণের পর প্রাণনাশের হুমকির অভিযোগ Logo ১৬ বছর বিএনপি সরকার বিরোধী আন্দোলনের বীজ বপন করেছে বিধায় হাসিনার পতন হয়েছেঃ-মাহবুবের রহমান শামীম Logo লালপুরে জামাতের ইফতার মাহফিল Logo সুদৃঢ় ঐক্যের মাধ্যেম সকল ষড়যন্ত্র মুছতে হবেঃ -হারুন অর রশীদ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সবার জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে -অমিত

কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি

 

জনগণের পছন্দে আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সবার জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘অসচ্ছল প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি পরিবারের মা কিংবা স্ত্রীর নামে এই কার্ড দেবেন। এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার ৫ হাজার টাকার সমপরিমাণ চাল, ডাল, সয়াবিন তেল, চিনিসহ অন্তত ১২টি নিত্য প্রয়োজনীয় পণ্য ভোগ করার সুযোগ পাবেন।’

 

সোমবার (১০ ফেব্রুয়ারি) যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরীর সামনে রওশন আলী মঞ্চে ওয়ান নিউজ বিডি আয়োজিত ‘কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অনিন্দ্য ইসলাম অমিত। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমাজ জাগরণে গণমত- সজাগ যশোরের সভাপতি এস এম সোহেল।

 

প্রধান অতিথি তার বক্তব্যে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘সমাজে যারা অসচ্ছল আছে তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। বাংলাদেশে বর্তমানে নির্বাচিত কোন গণতান্ত্রিক সরকার নেই। আগামীতে যে নির্বাচন হবে সে নির্বাচনে বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে অসচ্ছল পরিবারের কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।’

 

অনিন্দ্য ইসলাম অমিত আরো বলেন, ‘অসচ্ছল এবং বিধবা নারীদের স্বাবলম্বী করতে বিধবা ভাতা চালু করেছিলেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। উচ্চ মাধ্যমিক পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন। অথচ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে এই কার্ড নিয়ে নয়- ছয় করা হয়েছে। চেয়ারম্যান- মেম্বাররা এই কার্ডকে পুঁজি করে লাখ লাখ টাকা নিয়েছেন দরিদ্র নারীদের কাছ থেকে। তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে মেয়েদেরকে মাস্টার্স পর্যন্ত ফ্রি পড়ালেখার সুযোগ করে দেয়া হবে।

 

ওয়ান নিউজ বিডি’র সম্পাদক ও সমাজ জাগরণে গণমত- সজাগ যশোরের নির্বাহী সদস্য আল মামুন শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খাঁন, সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, ইউনিটি ক্লাবের উপদেষ্টা একে শরফুদ্দৌলা ছোটলু প্রমুখ।

 

এছাড়া অন্যান্যের মধ্যে যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য গোলাম রেজা দুলু, বিএনপি নেতা কাজী আজম, ইউনিটি ক্লাবের সভাপতি নুরুল হক, স্বেচ্ছাসেবক দল যশোর জেলা সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সালসহ ছাত্রদল, যুবদল, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে ৭৫ জন অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়। এর আগে অনিন্দ্য ইসলাম অমিত অনুষ্ঠানে আগত নারীদের সাথে কুশালাদি বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মঙ্গলকোটে মঙ্গলচণ্ডী পুজোয় পুলিশের জলছত্র

error: Content is protected !!

আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সবার জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে -অমিত

আপডেট টাইম : ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :

কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি

 

জনগণের পছন্দে আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সবার জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘অসচ্ছল প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি পরিবারের মা কিংবা স্ত্রীর নামে এই কার্ড দেবেন। এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার ৫ হাজার টাকার সমপরিমাণ চাল, ডাল, সয়াবিন তেল, চিনিসহ অন্তত ১২টি নিত্য প্রয়োজনীয় পণ্য ভোগ করার সুযোগ পাবেন।’

 

সোমবার (১০ ফেব্রুয়ারি) যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরীর সামনে রওশন আলী মঞ্চে ওয়ান নিউজ বিডি আয়োজিত ‘কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অনিন্দ্য ইসলাম অমিত। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমাজ জাগরণে গণমত- সজাগ যশোরের সভাপতি এস এম সোহেল।

 

প্রধান অতিথি তার বক্তব্যে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘সমাজে যারা অসচ্ছল আছে তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। বাংলাদেশে বর্তমানে নির্বাচিত কোন গণতান্ত্রিক সরকার নেই। আগামীতে যে নির্বাচন হবে সে নির্বাচনে বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে অসচ্ছল পরিবারের কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।’

 

অনিন্দ্য ইসলাম অমিত আরো বলেন, ‘অসচ্ছল এবং বিধবা নারীদের স্বাবলম্বী করতে বিধবা ভাতা চালু করেছিলেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। উচ্চ মাধ্যমিক পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন। অথচ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে এই কার্ড নিয়ে নয়- ছয় করা হয়েছে। চেয়ারম্যান- মেম্বাররা এই কার্ডকে পুঁজি করে লাখ লাখ টাকা নিয়েছেন দরিদ্র নারীদের কাছ থেকে। তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে মেয়েদেরকে মাস্টার্স পর্যন্ত ফ্রি পড়ালেখার সুযোগ করে দেয়া হবে।

 

ওয়ান নিউজ বিডি’র সম্পাদক ও সমাজ জাগরণে গণমত- সজাগ যশোরের নির্বাহী সদস্য আল মামুন শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খাঁন, সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, ইউনিটি ক্লাবের উপদেষ্টা একে শরফুদ্দৌলা ছোটলু প্রমুখ।

 

এছাড়া অন্যান্যের মধ্যে যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য গোলাম রেজা দুলু, বিএনপি নেতা কাজী আজম, ইউনিটি ক্লাবের সভাপতি নুরুল হক, স্বেচ্ছাসেবক দল যশোর জেলা সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সালসহ ছাত্রদল, যুবদল, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে ৭৫ জন অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়। এর আগে অনিন্দ্য ইসলাম অমিত অনুষ্ঠানে আগত নারীদের সাথে কুশালাদি বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন।


প্রিন্ট