মোঃ আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাঙামাটি প্রাণ বঙ্গ মিলার্স কোম্পানি লিমিটেড এর পটেটো ক্রেকাস ও টেস্টি ট্রিট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এতে আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।
গত (৯ ফেব্রোয়ারী) রোববার বিকাল সাড়ে ৪টায় উপজেলার রাঙ্গামাটিতে অবস্থিত প্রাণ বঙ্গ মিলার্স কোম্পানির পটেটো ক্রেকাস ও টেস্টি ট্রিট কারখায় আগুন লাগে। প্রাণ বঙ্গ মিলার্স এর নিজস্ব ফায়ার ফাইটার এর দায়িত্বে থাকা ইমরান বলেন,প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে যে, কারখানায় থাকা গ্যাস লিকেজের কারনে এই অগ্নিকান্ডের উৎপত্তি হতে পারে।তদন্ত করে সঠিক বিষয় জানা যাবে।
আগুন নিয়ন্ত্রনে ফুলবাড়ী, বিরামপুর, পার্বতীপুর থেকে আসা ফায়ার সাভির্সের ৩টি ইউনিট প্রায় ১ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনে। পরে প্রাণ বঙ্গ মিলার্সের আগুনে লাগা ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল ইসলাম।
ফুলবাড়ী বঙ্গ মিলার্স লিমিটেড এর মাহা ব্যবাস্থাপক জাকারিয়া হোসেন জাকির বলেন,আগুনে এ পর্যন্ত কত পরিমানের ক্ষয় ক্ষতি হয়েছে তা নিরোপন করা যায়নি।সঠিক হিসাব জানতে একটু সময় লাগবে।
প্রিন্ট