এস এম রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার
গত ১৬ বছরে আওয়ামী সরকার কৃষকের ঘাম ঝড়ানো টাকা বিদেশে পাচার করেছে। ৫ তারিখে হাসিনা পালিয়ে গেলেও এখনো দেশে তারা নানা মুখী ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়ন আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় বাবুল বলেন, জনগণের ভোটের অধিকার নিয়ে এখনো তালবাহানা চলছে, ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি বাংলাদেশের মানুষ মেনে নিবে না।
তিনি আরো বলেন, আগামীতে মানুষের ভোট নিয়ে বিএনপি সরকারে গেলে, কৃষককে অগ্রাধিকার দেওয়া হবে। কৃষকদের অধিকার আদায়ে বিএনপি সোচ্চার থাকবে। কৃষকদের দুঃখ দুর্দশা কোনোভাবে মেনে নেওয়া হবে না।
সমাবেশে উপজেলা কৃষক দলের আহবায়ক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক দলের সহ বন বিষয়ক সম্পাদক মিয়া হাসান, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মো. আমিনুল ইসলাম, জেলা কৃষক দলের আহবায়ক অ্যাডভোকেট মামুনুর রশিদ, জেলা কৃষক দলের সদস্য সচিব মুরাদ হোসেন, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সঞ্জায় সাহা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আলী সাকু ফকির, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইলিয়াস মোল্যা, উপজেলা জাসাসের আহবায়ক সৈয়দ রাকিবুল হাসান ফিয়াম, আলফাডাঙ্গা উপজেলা বিএনপি নেতা কামরুজ্জামান কদর, মৎস্যজীবী দলনেতা মো. রেজাউল, কৃষকদল নেতা টুনু মোল্যা প্রমুখ।
প্রিন্ট