রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ইসলামের প্রচার ও মাদ্রাসার উন্নতিকল্পে বিরাট ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার রহিমপুর গ্রামে মারকাযুল কুরআন কওমী মাদ্রাসা এ জালসার আয়োজন করে।
বাংলাদেশ প্রেসক্লাব, লালপুর উপজেলা শাখার সভাপতি ও দৈনিক প্রাপ্তি প্রসঙ্গের ব্যবস্থাপনা সম্পাদক সিনিয়র সাংবাদিক আলাউদ্দিন জালালের সভাপতিত্বে জালসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং বিলমাড়িয়া ইউপির চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী থেকে আগত বিশিষ্ট মুফাসসিরে কুরআন ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব ফারুকী। দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি শাফায়েত হোসেন আশ্রাফি।
এ সময় বক্তারা মহাবিশ্ব সৃষ্টি নিয়ে আল্লাহর উদ্দেশ্য, ন্যায়ভিত্তিক সুন্দর সমাজ বিনির্মাণ ও ন্যায় প্রতিষ্ঠায় ইসলামের মহত্ব নিয়ে কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন। এ সময় ইসলাম অনুরাগী ব্যক্তিবর্গ, স্থানীয় ওলামায়ে কেরাম ও এলাকাবাসী উপস্থিত থেকে আলোচনা শ্রবণ করেন।
প্রিন্ট