সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধিঃ
শনিবার বিকেলে রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কর্মী সম্মেলনের সভাপতিত্ব করেন রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল মতিন মিঞা। বল্লভপুর ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এড.রকিবুল হাসান রুমা, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান, মদাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হালিম সরদার, রতনদিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মেহেদী আল মনসুর, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হুসাইন সাইফুল, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল আহমেদ উজ্জ্বল, প্রচার সম্পাদক আবু তালেব,
মৃগী ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুর রব দুলাল, কালিকাপুর ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক শফিউল আলম মুরাদ, রতনদিয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক রেজাউল করিম মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, যুবদলের নেতা ফেরদৌস হাসান টিটো, যুবদল নেতা গোলাম রব্বানী সাদাত,
উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য, উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন রবিন, কালুখালী সরকারী কলেজ ছাত্রদলের সম্পাদক আসিফ মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
সম্মেলনে কালুখালী উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবু তালেব, মো: তৈয়ব আলী খান, রতনদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বিগত সরকারের আমলে নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের সম্মাননা স্বারক প্রদান করা হয়।
সম্মেলন কর্মীদের প্রত্যক্ষ ভোটে সিরাজুল ইসলাম জোয়াদ্দার সভাপতি, আমিরুল ইসলাম আনজু সাধারন সম্পাদক ও ফারুক খান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
প্রিন্ট