আমিরুল ইসলাম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে জলন্দা ও ভরতপুরের ৩৬ জন কৃষক এবং ২৪ জন কৃষাণী নিয়ে প্রশিক্ষণ ও কৃষক সমিতি গঠন সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জলন্দা গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জনাব ড.বিজয় কৃষ্ণ বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান আলোচক ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস জানান, বর্তমান সরকারের এজেন্ডা প্রতি ইঞ্চি জায়গা অনাবাদি থাকবে না সেই লক্ষ্যকে সামনে রেখে সবাইকে কাজ করতে হবে এবং গ্রামে কৃষকবৃন্দ অনাবাদি পতিত জায়গা সর্বোত্তম ব্যবহার করে চাষ করে স্বাবলম্বী হচ্ছে।
গ্রামীণ জনপদের প্রতিটি পরিবারের পুষ্টি নিশ্চয়তা করণে কৃষি অধিদপ্তরের সহযোগিতায় সঠিক পরিচর্যার পরামর্শ, প্রশিক্ষণ দিয়ে সরকারের প্রতিটি নির্দেশনা বাস্তবায়ন করতে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবিহিকতায় কৃষক কৃষানীদের নিয়ে নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রিন্ট