ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মোটরসাইকেল চাপায় আলী হামজা (৩) নামে এক শিশু নিহতের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে উপজেলার বানা ইউনিয়নের বেলবানা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতের বাবা মমিনুর রহমান জানান, তার ছেলে বাড়ি সংলগ্ন রাস্তার পার্শে খেলা করার সময় দ্রুতগতিতে আসা একটি মোটর সাইকেল তাকে চাপা দেয়। শিশুটিকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক তাজ একই ইউনিয়নের চরবেলবানা গ্রামের হেরন শেখের ছেলে।
বোয়ালমারী থানা পুলিশ হাসপাতাল থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে।
বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, আমরা লাশটি উদ্ধার করেছে মাত্র। আইন প্রক্রিয়া আলফাডাঙ্গা থানা পুলিশ করেছে।