আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে সাবিনা বেগম (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সে উপজেলার রাধানগর ইউনিয়নের শিবনগর গ্রামের মোঃ ওলেমানের স্ত্রী। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের শিবনগর গ্রামে এই ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার জানান, মৃত সাবিনা বেগম বৃহস্পতিবার দুপুর যে কোন সময় স্বামীর শয়ন ঘরের তীরের সাথে ওড়না পেচিয়ে সবার আগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মা হত্যা করে। তার স্বামী বুধবার রাতে মারধর করেছিলো সেই অভিমানে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। বিকেল ৫ টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
প্রিন্ট