কুষ্টিয়ার কুমারখালীতে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। নিহত হাসিম উদ্দিন (৫৫) উপজেলার সদকী ইউনিয়নের পাথরবাড়িয়া মজিবুর রহমান হাইস্কুলের সহকারি শিক্ষক ও নন্দনালপুর ইউনিয়নের পুরাতন চড়াইকোল গ্রামের মৃত হিসাব উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (৮ জুলাই) পৌনে ৯ টার দিকে কুষ্টিয়া – রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কস্থ জিলাপীতলা এলাকায় লাটাহাম্বার ধাক্কায় নিহত হন।
নিহত অপরজন হলেন টিপু প্রামাণিক (৪৫)। তিনি সেকান্দি এলাকার মৃত মুনছের প্রামাণিকের ভ্যানচালক ছেলে। তিনি গত বুধবার দিবাগত রাত পৌনে ২ টায় একই সড়কের নন্দনালপুর ইউনিয়নের ময়েনমোড়ে এলাকায় অজ্ঞাত চলন্ত গাড়ির ধাক্কায় নিহত হন।
পুলিশ জানায়, ভ্যান চালক টিপু প্রামাণিক কে কুষ্টিয়া – রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কস্থ ময়েনমোড়ে এলাকায় অজ্ঞাত নামা গাড়ি এসে ধাক্কা দিয়ে চলে যায় । রাতে টহলরত অবস্থায় খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক রাত ২ টা ১৮ মিনিট ঘটিকায় কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
অপরদিকে স্কুল শিক্ষক হাসিম উদ্দিন পৌনে ৯ টার দিকে একই সড়ক দিয়ে খোকসার দিকে যাচ্ছিলেন। এসময় জিলাপীতলা নামক স্থানে পৌছালে পিছন থেকে সেলোইঞ্জিন চালিত লাটাহাম্বা গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে সড়কের উপর ছিটকে পড়রে মারা যান শিক্ষক। এঘটনায় ঘাতক লাটাহাম্বাকে জব্দ করেছে পুলিশ।
এ ব্যাপারে এতথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, রাতে অজ্ঞাত গাড়ির চাপায় একজন ভ্যান চালক নিহত হয়েছেন। অপরদিকে লাটাহাম্বার চাপায় সকালে স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এঘটনায় লাটাহাম্বা জব্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।
প্রিন্ট